রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জয় দিয়ে শুরু জাহানারাদের

ক্রীড়া প্রতিবেদক

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলবে ১০ দল। সরাসরি খেলার সুযোগ পেয়েছে ৮ দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বের ব্যারিয়ার টপকে চূড়ান্তপর্বে খেলতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এখন থাইল্যান্ডে। কাল স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছেন। আজ স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপের আরেক খেলায় কাল স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। ‘বি’ গ্রুপের খেলায় আসরের অন্যতম ফেবারিট আয়ারল্যান্ড ৮ উইকেটে নেদারল্যান্ডসকে এবং জিম্বাবুয়ে ১০ উইকেটে হারিয়েছে চীনকে।

রাজধানী ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ২০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান করে। দুই ওপেনার আয়েশা রহমান ও শারমিন সুলতানা ৬.৫ ওভারে ৩৮ রানের ভিত দেন। বাংলাদেশ ইনিংসে এটাই সবচেয়ে বড় জুটি। দ্বিতীয় উইকেটের পতন ৫৩ রানে, তৃতীয় উইকেটের পতন ৫৮ রানে, চতুর্থটির ৭৪, পঞ্চম ও ষষ্ঠটির পতন যথাক্রমে ১০১ ও ১০৫ রানে। তাতেই পরিষ্কার দুই ওপেনারের পরের সারির ব্যাটসম্যানরা রান করতে পারেননি। আয়েশা সর্বোচ্চ ৩০ রান করেন ৩২ বলে ২ চারে। শেষ দিকে ফারজানা হক ২১ বলে ২৩ রান করলে দলের স্কোর শয়ের কোটা পেরোয়। এছাড়া শারমিন সুলতানা ১২, শায়লা শারমিন ১৭ রান করেন। ১০৬ রানের টার্গেট ছুড়ে ঝাঁপিয়ে পড়েন জাহানারারা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে থাইল্যান্ড ১৪.৪ ওভারে ৩২ রান যোগ করে স্কোরবোর্ডে। দলের পক্ষে একমাত্র সুট্টিরাং দুই অংকের ১৩ রান করেন। রুমানা ৫ রানে, ফাহিমা খাতুন ১ রানে এবং রিতু মনি ১ রানে ২টি করে উইকেট নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর