সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফাইনালেও পারল না যুবারা

ক্রীড়া প্রতিবেদক

প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটা ছিল না গ্রুপ পর্বের দুই ম্যাচে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়াই করতে পারেননি মেহেদি হাসান মিরাজরা। হেরেছেন দুটি ম্যাচেই। তারপরও কলকাতায় অনুষ্ঠিত তিন জাতির টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ যুব দল। ফাইনাল খেলেছে আফগানিস্তানকে গ্রুপ পর্বের দুই ম্যাচে হারিয়ে। কাল কলকাতায় ফাইনালে ফের অসহায় আত্মসমর্পণ করে যুবারা। একপেশে ফাইনালে হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিক যুবারা।  কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে কাল ফাইনালে মেহেদিরা হেরেছেন বাজে ব্যাটিংয়ের জন্য। ভারতীয় যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মিরাজ বাহিনীর চার ক্রিকেটার রানের দেখা পাননি। ফিরেছেন শূন্য রানে। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতায় ৩৬.৫ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। মাত্র ১৩.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় যুবারা। এ নিয়ে যুব ওয়ানডেতে টানা ১৩ ম্যাচে ভারতের কাছে হারল বাংলাদেশ। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে একমাত্র নাজমুল হোসেন শান্ত প্রত্যয়ী ব্যাটিং করেন। ৪৫ রানের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ৬৬ বলে ৫ চার ও এক ছক্কায়। এছাড়া জয়রাজ শেখ ২৮ ও জাকের আলি ২৪ রান করেন। স্বাগতিক যুবাদের সফল বোলার মৈনাক ডাগার ৩২ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন শুভাম মাভি ও মহীপাল লামরোর। আভেশ খান ও খলিল আহমেদ নেন একটি করে উইকেট। টার্গেট ১১৭ রান। দুপিনার ওয়াশিংটন সুন্দর ও রিশাব পান্তে ৩৮ রানের ভীত দিয়ে জয় সহজ করে দেন। তবে জয়কে দ্রুত শেষ করেন সরফরাজ খান। ৫ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সরফরাজ। রিকি ভুঁই ২০ ও রিশাব পান্তে করেন ২৬ রান। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন।

ত্রি-দেশীয় সিরিজ

 

বাংলাদেশ : ১১৬/১০, ৩৬.৫ ওভার (সাইফ হাসান ৮, পিনাক ২, জয়রাজ শেখ ২৮, নাজমুল হাসান শান্ত ৪৫, আভেশ খান ১/১৯, আহমেদ ১/১১, মৈনাক ডাগর ৩/৩২, শুভাম মাভি ২/২১, মহীপাল লামরোর ২/১১)।  

ভারত : ১১৭/৩, ১৩.৩ ওভার (সুন্দর ১২, রিশাব পান্ত ২৬, ভুল ২০, সরফরাজ খান ৫৯*। সাঈদ সরকার ১/২৩, মেহেদি হাসান মিরাজ ১/২৭।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর