মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রশ্ন শুনে হাসলেন তামিম

প্রশ্ন শুনে হাসলেন তামিম

ঘরের মাঠেও হারল চিটাগাং ভাইকিংস। বরিশাল বুলসের কাছে হারল ৩৩ রানে। বরিশালের ১৭০ রানের জবাব চিটাগাং করছে ১৩৭। পাঁচ ম্যাচে ভাইকিংসের এটা চতুর্থ হার। ম্যাচের ফল যাই হউক না কেন, ‘ভাইকিংস-বুলস’ ম্যাচটি নিয়ে গুঞ্জনও উঠেছে! অনেকেই আড় চোখে দেখছেন ম্যাচটিকে। বরিশালের ব্যাটিংয়ের প্রথম ১৩ ওভারে রান উঠেছিল ওভার প্রতি সাড়ে ৫ গড়ে। কিন্তু শেষের ৭ ওভারে রান গড় ১৪! এমন পরিস্থিতিতে অনেকেই ম্যাচটিকে সন্দেহের তালিকায় ফেলেছেন। ম্যাচটি ‘সন্দেহজনক’ কি না, জিজ্ঞাস্যে চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল স্মিত হেসে বলেন, ‘সন্দেহজনক নয়। আমরা খারাপ খেলেছি। দল হিসেবে আমরা খারাপ করেছি। এজন্যই এমন হয়েছে। কিন্তু সন্দেহজনক, এসব নিয়ে আমাদের চিন্তাও করা উচিত নয়। সবাই ভালো, ফেয়ার ক্রিকেট খেলছে।’ ভাইকিংসের জিম্বাবুইয়ান বোলার এল্টন চিগুম্বুরা ২ ওভারে দিয়েছেন ৩৮ রান। যার অতিরিক্ত ৯ রান। এছাড়া সহজ ক্যাচ মিস, রান আউট মিসগুলোও ছিল দৃষ্টিকটূ। তামিম বলেন, ‘আমাদের শুরুটা ছিল দারুণ। এর চেয়ে ভালো আশা করা যায় না, বিশেষ করে প্রথম ৬ ওভারে। এরপর সেই পুরোনো গল্প। ক্যাচ মিস, রান আউট এসবই আমাদের অনেক ভুগিয়েছে। ২৫ রানে মাহমুদউল্লাহর সহজ রান আউট মিস করেছি আমরা। প্রসন্ন সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেছে। আর এল্টনের ওই ওভারে ওরা ম্যাচ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।’

বোলিং নিয়ে হতাশা প্রকাশ করে তামিম বলেন, ‘আমার দলে একটাই বোলার, যাকে দেখে মনে হয় উইকেট নিতে পারে, সে মোহাম্মদ আমের। এছাড়া আর কাউকে দেখছি না। শফিউল অবশ্য ভালো করছে। এছাড়া উইকেট শিকারি বোলার নেই। এই জায়গায় একটু ঘাটতি আছে আমাদের। কিন্তু নামগুলো যদি দেখেন, নাম কিন্তু এটা বলে না। নাম যা বলে, তারা করছে অন্য কিছু।’ জাতীয় দলের ড্যাসিং ওপেনার বলেন, ‘সবাই পেশাদার ক্রিকেটার। তারা জানে কি করতে হবে। আমি নিশ্চিত সবাই ভালো করতে চায়। হ্যাঁ, আমি যা বললাম, এই ব্যাপারগুলো ঠিকঠাক করতে পারে সবাই। কামরান আকমলের আউট যেমন, সেটার কোনো জবাব নেই আমার কাছে। দিলশান যে মানের ব্যাটসম্যান, ও ব্যাটিং করে গেলে আমরা ভালো অবস্থায় থাকতাম। এই দায়িত্বের জায়গাটা বুঝতে হবে। ওদের ওপর আমাদের নির্ভরতা অনেক বেশি। এই ব্যাপারটা ওদের বুঝতে হবে।’

এই ম্যাচে পরাজয়ের পর শীর্ষ চারে জায়গা করে নেওয়া ভাইকিংসের জন্য আরও কঠিন হয়ে গেল। তামিম বলেন, ‘পরের ৫ ম্যাচের অন্তত চারটা জিততে হবে। তবে ক্রিকেটে অসম্ভব কিছুই নয়। যে কোনো কিছুই হতে পারে। একটি ভালো ম্যাচ দরকার, এরপর সেই মোমেন্টামকে বয়ে নিতে হবে। এই মোমেন্টাম আমরা পাচ্ছি না। আমরা স্টুপিড কাজ করছি। ওদের ব্যাটিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের তুলনা করলে ওরা ৩ উইকেট পড়ে যাওয়ার পর ইনিংস গড়ে তুলেছে। কিন্তু আমরা শুরুতে উইকেট হারানোর পর কেউ দায়িত্ব নিয়ে ইনিংস গড়ে তোলেনি। এভাবেই খেলতে হয়। ওপেনাররা সবদিন ভালো করবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর