মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষিপ্ত তালিকায় ওরা তিন

ক্রীড়া ডেস্ক

সংক্ষিপ্ত তালিকায় ওরা তিন

ফিফা ব্যালন ডি’অরের জন্য ঘোষিত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট হয়ে তিন জনের তালিকায় পরিণত হয়েছে। গতকাল ফিফা সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ঘোষণা করেছে। নেইমার প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন। অবশ্য এ বছরও ব্যালন ডি’অরের প্রধান দাবিদার মেসি এবং রোনালদোই। তবে আগামী মৌসুমে সম্ভবত এই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে। নেইমার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন।

ফিফা ব্যালন ডি’অর লিওনেল মেসি টানা তিনবার জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদো টানা দুইবার জিতেছেন। এমনকি ২০১০ সালে এই পুরস্কার নতুন নামে শুরু হওয়ার পর মেসি-রোনালদোর বাইরে ইনিয়েস্তা ছাড়া কেউই দ্বিতীয় স্থানও দখল করতে পারেননি। গত দুবার রোনালদো জিতলেও এবারে লিওনেল মেসির পাল্লাই ভারি। গতবার তার দুর্দান্ত পারফর্মই বার্সেলোনাকে ট্রেবল উপহার দিয়েছিল। তাছাড়া কোপা আমেরিকাতেও দুর্দান্ত খেলেছেন মেসি। সবমিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোও মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করছেন। এরই মধ্যে তিনি মেসিকে বিজয়ী হিসেবে মেনে নেওয়ার ঘোষণাও দিয়েছেন। অবশ্য ভোটাররা এবার কাকে বেছে নিবেন বলা মুশকিল। গতবার লিওনেল মেসি ট্রেবল জিতলেও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন আপন আলোয় উজ্জ্বল। তিনি গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৬১ গোল করেছেন মাত্র ৫৪ ম্যাচ খেলে। লিওনেল মেসিও অবশ্য কম করেননি। তিনি ৫৭ ম্যাচ খেলে করেছেন ৫৮ গোল। নেইমারের গত মৌসুম মোটামুটি ভালোই কেটেছে। তিনি ৫১ ম্যাচে ৩৯ গোল করেছেন বার্সেলোনার জার্সিতে। এদিকে লিওনেল মেসি পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায়ও স্থান পেয়েছেন। বছরের সেরা গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়। মেসির সঙ্গে এই পুরস্কারের জন্য লড়াই করবেন রোমার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিরা। এছাড়াও বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় বার্সা কোচ লুইস এনরিকের পাশাপাশি স্থান পেয়েছেন বায়ার্ন মিউনিখের পেপ গার্ডিওলা এবং চিলির জর্জ স্যামপাওলি।

সর্বশেষ খবর