বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হতাশ চট্টলার দর্শক

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চিটাগাং ভাইকিংসের দুর্দান্ত পারফরমেন্স করবে আশা নিয়ে মাঠে আসেন কলেজ ছাত্র শাহরিয়ার ইমন। প্রত্যাশা ছিল নিজেদের অপ্রতিরোধ্য হবে লোকাল হিরো তামিমের ভাইকিংস। গত দুদিন মাঠে এসে ঢাক ঢোল বাজিয়ে চিটাগাং ভাইকিংসকে সমর্থন দিয়ে গেছেন ইমন। কিন্তু নিজেদের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটে হারে সমর্থকদের আনন্দে পানি ঢেলে দিয়েছে চিটাগাং ভাইকিংস। নিজেদের মাঠে এমন বাজে পারফরমেন্সে হতাশ ভাইকিংসের সমর্থক ও ক্রিকেট সমর্থকরা। দলের এমন পারফমেন্স নিয়ে ইমন বলেন, ‘অনেক আশা নিয়ে গত দুদিন মাঠে এসেছি। কিন্তু প্রত্যাশার কোনো প্রতিফলন দেখাতে পারেনি ভাইকিংস। ঘরের মাঠে এমন পারফরমেন্স আমাদের হতাশ করেছে। ভাইকিংসের পারফরমেন্সে আমরা আশাহত।’ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস বলেন, ‘চিটাগাং ভাইকিংস যে দল গঠন করেছে তা ভারসাম্যপূর্ণ নয়। দলে বিশেষ করে বোলাদের অভাব ছিল লক্ষণীয়। বোলারের অভাবে বড় স্কোর গড়ে দুটি ম্যাচ জিততে পারেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর