বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

লুইস ঝড়ে লণ্ডভণ্ড ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন এভিন লুইস। উইকেটে সেট হওয়ার আগেই সাজঘরে ফিরতে হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর তরুণ এই মারকুটে ব্যাটসম্যানকে। কিন্তু লুইস দ্বিতীয় ম্যাচে ক্ষোভটা ঝাড়লেন ঢাকার বোলারদের ওপর। আদায় করে নিলেন বিপিএলের এই আসরের প্রথম সেঞ্চুরি। ৬৫ বলে অপরাজিত ১০১ রানের স্বপ্নিল এক ইনিংস। ৭ চারের সঙ্গে ৬টি বিশাল ছক্কা। ক্যারিবীয় তারকার ঝড়ো ব্যাটিংয়েই কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লণ্ডভণ্ড হয়ে গেল ডাইনামাইটস। লুইস প্রথম উইকেটে রনি তালুকদারকে নিয়ে গড়েন ১২৭ রানের জুটি। দ্বিতীয় উইকেটে মারুফকে নিয়ে ম্যাচে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ঢাকার বোলার ডেসকাটের ১ ওভার থেকেই নিয়েছেন ২৭ রান। ওই ওভারে ৩টি বিশাল ছক্কাসহ ২টি বাউন্ডারি হেঁকেছেন লুইস। বরিশাল বুলসকে ১৫৯ রানের বড় টার্গেট দিয়েও ৯ উইকেটে হারতে হলো ঢাকাকে। পাঁচ ম্যাচে ডাইনামাইটসের দ্বিতীয় হার এটি। সমান ম্যাচে বরিশালের চতুর্থ জয়। রান রেটে এখন তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। কাল টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন কুমার সাঙ্গাকারা। ৪৭ বলে খেলেছেন ৬০ রানের ইনিংস। আগের ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে করেছিলেন ৭৫। কাল ৩২ বলে ৪৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন ঢাকার ডাচ্ তারকা রায়ান টেন ডেসকাট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর