বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশের জন্য গর্বের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

তখন চলছিল ‘ঢাকা ডাইনামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস’ ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বার বার ভেসে উঠছিল ‘অভিনন্দন, মুস্তাফিজ! বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা একাদশে।’ খুশির খবরটা মুস্তাফিজুর রহমানও পেয়েছেন মাঠে নামার পরই। ডাইনামাইটসের ম্যানেজার তাকে ডেকে জানিয়েছেন। তারপর মাঠেই সতীর্থরা কাটার মাস্টারকে অভিনন্দন জানিয়েছেন। অভিষেকের মাত্র ছয় মাসের মাথায় এমন খবর পাওয়ায় মুস্তাফিজ যেন বাকরুদ্ধ! সংবাদ সম্মেলনে যেন ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। অনুভ‚তি জানাতে গিয়ে সাতক্ষীরার সুপারম্যান বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আমি বিশ্বের সেরা ১১ জনের তালিকায় সুযোগ পেয়েছি। বিশ্বে অনেক বড় বড় ক্রিকেটার আছেন। তাদের মধ্যে আমাকে সুযোগ দেওয়ায় অনেক বেশি ভালো লাগছে।’ মুস্তাফিজের এই অর্জন সম্পর্কে মাশরাফি বলেন, ‘এই অর্জন শুধু মুস্তাফিজের জন্যই নয়, বাংলাদেশের জন্য গর্বের। মুস্তাফিজ এই কম বয়সেই যে অর্জন করেছে, এজন্য গর্বিত প্রত্যেক বাঙালি। আমি মনে করি, মুস্তাফিজ একদিন এমন কিছু করবে যা অন্য কেউ করতে পারবে না। তবে ওকে সমর্থন দিতে হবে। কারণ ক্যারিয়ার উত্থান-পতন থাকে। খারাপ সময়ে তার পাশে থাকতে হবে।’ কালকের ম্যাচে মুস্তাফিজের ঢাকা ডাইনামাইটসকে হারিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর