শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আবারও ফিফার কর্মকর্তা গ্রেফতার

ক্রীড়া ডেস্ক

২৬ মে ফিফার নির্বাচনের আগের দিন জুরিখের দ্য বাউলাখ হোটেল থেকে গ্রেফতার হয়েছিলেন সাত ফিফা কর্মকর্তা। তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছিল। এবার গ্রেফতার হলেন আরও দুই কর্মকর্তা। এরা হলেন হন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট ও প্যারাগুয়ের হুয়ান আয়াঙ্গেল নাপুত। হাউয়িট উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশনের সভাপতি। আর নাপুত দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের সভাপতি। দুজনই ফিফার শক্তিশালী নির্বাহী কমিটির সদস্য। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস লিখেছে, পুলিশ সকাল ৬টায় জুরিখের বাউওলাখ হোটেলে অভিযান চালায়। অর্থ ও মানব পাচার এবং প্রতারণার অভিযোগ রয়েছে ফিফার এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছিল। মজার ব্যাপার গত মে মাসে কনক্যাকাদের সাবেক সভাপতি জেফরিওয়েব গ্রেফতার হওয়ার পরই সভাপতি পদে আসেন হাউয়িট।

সর্বশেষ খবর