শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হকির ক্যাম্পে ২৭ জন মনোনীত

এস এ গেমসের প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক

শুরুতে ছিল না। ১৯৯৫ সাল থেকে চেন্নাই সাফ গেমসে হকি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ প্রতিটি গেমসে অংশ নিচ্ছে। তামা জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সোনা ও রূপা ভাগাভাগি করে নিচ্ছে ভারত ও পাকিস্তান। এবার ১২তম এস এ গেমসে ও একই দৃশ্য দেখা যাবার সম্ভাবনা বেশি। কেননা ভারত ও পাকিস্তানের জাতীয় দল অংশগ্রহণ করে বলে বাংলাদেশের পৃেক্ষ সোনা বা রূপা জেতা সম্ভব নয়। যদি সোনা জিতে তা হবে ইতিহাস। কেননা হকিতে এখন পর্যন্ত এশিয়ার দুই পরাশক্তিকে টপকিয়ে কোনো ট্রফিই জেতা সম্ভব হয়নি। ফেব্রুয়ারি মাসে এস এ গেমসের পর্দা উঠবে। আগস্ট থেকেই বাংলাদেশের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক ভাবে ৪৫ জনকে বাছাই করা হয়। কিন্তু প্রিমিয়ার লিগের দল বদলের তারিখ নির্ধারণের দাবিতে অধিকাংশ খেলোয়াড় ক্যাম্প বর্জন করায় প্রশিক্ষণ শুরু করা যায়নি। এক পর্যায়ে শুধু সার্ভিসেস দলের খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করে ফেডারেশন। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিব আলটিমেটাম দেন খেলোয়াড়রা অনুশীলনে অংশ না নিলে গেমসে হকি দলকে পাঠাবেন না। শেষ পর্যন্ত দলবদলের তারিখ ঘোষণাসহ ফেডারেশনের সাধারণ সম্পাদককে পরিবর্তন করা হলে অবস্থার পরিবর্তন ঘটে। নতুন সাধারণ সম্পাদক হন  আবদুস সাদেক। বিকেএসপি থেকে গত মাসেই মওলানা হকি স্টেডিয়ামে এসএ গেমসের প্রস্তুতি চলছে। মাহবুব হারুন কোচের দায়িত্ব পালন করছেন। গতকাল ক্যাম্পে খেলোয়াড় কমিয়ে ২৭ জনে আনা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর