শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাহানেতে দিন পার ভারতের

ক্রীড়া ডেস্ক

নাগপুরের উইকেটে নিয়ে ভীষণ সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাবেক ক্রিকেটারদের অনেকেই ‘নরক’ বলেছেন নাগপুরের উইকেটকে। বলবেন না কেন? তিনদিনে খেলা শেষ এবং প্রথম দুদিনে উইকেটের পতন হয়েছিল ৩২টি। টেস্ট ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ। তাহলে সমালোচনা হওয়াই স্বাভাবিক। সেই সমালোচনাকে সঙ্গী করে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। দিল্লির উইকেটের আচরণ বেশ ভিন্ন। ভিন্ন ধারার উইকেটে কাল বেশ বিপাকে পড়ে যায় স্বাগতিক ভারত। তারপরও মিডল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের দৃঢ়তায় ৭ উইকেটে ২৩১ রান তুলে দিন পার করেছে কোহলি বাহিনী। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নারাজ বলে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। দুই ওপেনার শেখর ধাওয়ান ও মুরলি বিজয় ৩০ রানের ভিত দেন দলকে। ওপেনারদের গড়া ভিতকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু এক বছর পর খেলতে নামা অফ স্পিনার পিড ও কাইলি অ্যাবটের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপাকে পড়ে এক পর্যায়ে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর