শিরোনাম
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভাইকিংসকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

টান টান উত্তেজনার ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ানস জিতল ৫ উইকেটে। কুমিল্লাকে জেতালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। শেষ ওভারে জয়ের জন্য মাশরাফির কুমিল্লার দরকার ছিল ৭ রান। চিটাগাং ভাইকিংসের পাকিস্তানি পেসার বিলওয়াল ভাট্টির বলকে সীমানার ওপারে ফেলে ছক্কায় অসাধারণ এক জয় উপহার দেন শোয়েব। বিপিএলের তৃতীয় আসরে প্রথম খেলতে নেমেই ম্যাচ-সেরা হন শোয়েব। ৭ ম্যাচে কুমিল্লার এটা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফির দল। সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ৩৯ রান করেন ৪২ বলে। ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে অদ্ভুত এক ঘটনা ঘটে। তাসকিনের বল কাভারে খেলে রান নিতে দৌড় দেন ইমরুল কায়েস। বল ফিল্ডারের হাতে যাওয়ায় অন্য প্রান্তের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ দৌড় শুরু করেও ক্রিজে ফিরে যান। ওভার থ্রো হওয়ায় ফের দৌড়ালে দিলশানের সঙ্গে ধাক্কা লাগে শেহজাদের। পড়ে যান এবং উঠে দ্বিতীয় দফায় দৌড়াতে শুরু করলে পা বাড়িয়ে দিলশান ফেলে দেন শেহজাদকে। এরপর উইকেট ভেঙে রান আউটের আবেদন করেন। কিন্তু আম্পায়ার শেহজাদকে আউট দেননি। বরং ইচ্ছাকৃতভাবে শেহজাদকে ফেলে দেওয়ায় সিঙ্গেল রান কাউন্ট করে ৫ রান পেনাল্টি করা হয় চট্টগ্রামের। শেষ পর্যন্ত শোয়েব মালিকের অপরাজিত ৩৪ রানে ভর করে ২ বল হাতে রেখে জিতে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সর্বশেষ খবর