শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমির ফিরছেন পাকিস্তান দলে!

ক্রীড়া ডেস্ক

আমির ফিরছেন পাকিস্তান দলে!

নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের বাঁ হাতি ফাস্ট বোলার এখন খেলছেন বিপিএল চিটাগাং ভাইকিংসের হয়ে। দলের পারফরম্যান্স ভালো নয়। কিন্তু আমির ছুটছেন উল্কাগতিতে। আগুনের গোলা ছুড়ে ব্যাটসম্যানদের বিধ্বস্ত করে ভয় ছড়াচ্ছেন প্রতি ম্যাচে। তার এমন আগুনে পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা চাইছে আমিরকে ফের পাকিস্তান জাতীয় দলে ফেরাতে। এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান ও কোচ ওয়াকার ইউনুস।

আমির যখন পাকিস্তান দলে সুযোগ পান, তখন অনেকেরই চোখ কপালে উঠেছিল। তবে নির্বাচকরা আস্থা রেখে জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট আরও একজন ওয়াসিম আকরামকে পেতে যাচ্ছে! সেদিন ভুল বলেননি নির্বাচকরা। অভিষেকের পর ঝড়ের গতিতে এগিয়েছেন আমির। গতি ও সুইংয়ে প্রতিপক্ষকে নাকাল করে নিজেকে প্রতিষ্ঠিত করেন পাকিস্তানের এক নম্বর বোলার হিসেবে। ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছু কেমন যেন পাল্টে যায়। আলোর জগৎ থেকে চলে আসেন অন্ধকারে। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিং করেন আমির। তার সঙ্গী ছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। অভিযোগ প্রমাণিত হলে সবাই নিষিদ্ধ হন। পাঁচ বছর নিষিদ্ধ হন আমির। সে নিষেধাজ্ঞা কাটিয়ে আমির আবার ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। কায়েদে আজম ট্রফিতে দুরন্ত প্রত্যাবর্তন এবং উইকেট নিয়েছেন ৫০টি। এখন বিপিএলে খেলছেন অসাধারণ। চিটাগাং ভাইকিংসের পক্ষে এখন পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন। টি-২০ ক্রিকেটে যেখানে চার-ছক্কার ধুন্ধুমার মার মার, কাট কাট সেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৭১। আমিরের এমন পারফরম্যান্সে নড়েচড়ে বসেছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান সে রকমই ইঙ্গিত দিয়েছেন, ‘আমির যে রকম পারফরম্যান্স করছেন, তাতে পাকিস্তান দলে সুযোগ পেতেই পারেন। তবে তার সঙ্গে আগে কথা বলতে হবে এবং বোঝাতে হবে দলে ফিরতে কী ধরনের আচরণ করতে হবে। তাকে ফেরানোর মূল দায়িত্ব কিন্তু নির্বাচক প্যানেলের।’ পিসিবি চাইছে তাকে ফেরাতে। কিন্তু কাজটি আদৌ সহজ নয়। মোহাম্মদ হাফিজরা তার সঙ্গে খেলতে রাজি নন। তাই কঠিনই হবে তাকে ফেরানো। দলে ফিরলে কটূক্তি শুনতে হবে বলেও জানেন আমির, ‘আমি হাফিজ ভাইকে সিনিয়র হিসেবে শ্রদ্ধা করি। তিনি এমন বলতে পারেন। তবে বিপিএল খেলতে আসা অন্য পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু আমার সঙ্গে ভালোই আচরণ করছেন।’

এখন শুধু অপেক্ষা। হয়তো খুব দ্রুত আমিরকে আবার পাকিস্তানের পক্ষে বোলিং করতে দেখা যাবে। দেখা যাবে উইকেটে আগুন ঝরাতে।

সর্বশেষ খবর