শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গেইল ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

গেইল ঢাকায়

 

ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে বিপিএলের তৃতীয় আসরের প্রথম সেঞ্চুরি করেন ক্যারিবীয় ক্রিকেটার এভিন লুইস। সেঞ্চুরি করে লুইস আবার ক্রিস গেইলকে টুইট করেন। প্রত্যুত্তরে গেইলও জানান, তার নামের পাশে আরও একটি সেঞ্চুরি লিখে রাখতে। ক্যারিবীয় ‘ক্রিকেট দানব’ গেইল এখন ঢাকায়। কাল বিকালে ঢাকায় আসেন  বরিশাল বুলসের পক্ষে বিপিএল মাতাতে। বরিশালের হয়ে লিগ পর্বের চারটি ম্যাচ খেলবেন হার্ড হিটার গেইল। যদি বরিশাল সেমিফাইনালে উন্নীত হয়, তাহলে সেমিফাইনালও খেলবেন। উলে­খ্য, গেইল বিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটার। তিনটি সেঞ্চুরি করেন তিনি। প্রথম আসরে মাত্র ৪৪ বলে খেলেছিলেন ১০১ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচে আবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৬১ বলে করেছিলেন ১১৬ রান। বিপিএলের দ্বিতীয় আসরে খেলেন মাত্র একটি ম্যাচ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ঢাকায় মাঠে পা রেখেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে খেলেন ৫১ বলে ১১৪ রানের ঝড়ো ইনিংস। সব মিলিয়ে বিপিএলের দুই আসরের ৬ ম্যাচে গেইলের সেঞ্চুরি তিনটি এবং রান ৪০২। গড় ১০০.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা ৩৮টি।

গেইল ঢাকায় পা রাখেন ৩৬ ঘণ্টার বিমান ভ্রমণ করে। ড্যাসিং ক্রিকেটার গেইল আসেন সরাসরি জ্যামাইকা থেকে। ঢাকায় পা রেখে প্রথমেই  ক্রিকেটপ্রেমীদের প্রস্তুত থাকতে বলেন। থাকতে বলেন অপেক্ষায়। কিসের অপেক্ষা? ‘আমি বিপিএল খেলতে এসেছি ছক্কা হাঁকাতে। শুধু ছক্কা হাঁকাতে।’ নিজের  পারফরম্যান্সের আগাম ইঙ্গিত দিলেও বরিশাল বুলসের কথা বলতে কালক্ষেপণ করেননি, ‘আমি জানি বরিশাল বুলস পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। দুর্দান্ত খেলছে। আমরা শিরোপার জন্য খেলব।’

বিপিএলের তৃতীয় আসরে খেলতে কাল এসেছেন গেইল। প্রথম থেকেই খেলছেন কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল্ হক, মোহাম্মদ আমিররা। এরপর তাদের পথ ধরে আসেন ‘বুম বুম’ শহীদ আফ্রিদি, উমর আকমল, ওয়াহাব রিয়াজরা। এসব তারকা ত্রিকেটারের উপস্থিতিতে জমাটি ক্রিকেট দেখবেন ক্রিকেটপ্রেমীরা। কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় পর্ব।      

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর