শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এগিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

এগিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা

গত বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনা বেশ কিছুদিনের জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ে কয়েক ধাপ নিচে নেমে গিয়েছিল। আর ব্রাজিল তো র‌্যাঙ্কিংয়ে দশের বাইরে কাটিয়েছে অনেকটা সময়। তবে ল্যাটিন অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি আবারও নিজেদের স্থান পাকাপোক্ত করে নিচ্ছে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠে ব্রাজিল অবস্থান করছে ছয় নম্বরে। আর্জেন্টিনা একধাপ উপরে উঠে অবস্থান করছে দুইয়ে। শীর্ষে থাকা বেলজিয়ামের সঙ্গে আলবেসিলেস্তদের পয়েন্টের ব্যবধান খুব একটা নেই। আগামী বছরের যাত্রা শুভ হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেতে পারে আর্জেন্টিনা। ব্রাজিলকে অবশ্য শীর্ষস্থান ধরতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে। অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি দুই ধাপ নিচে নেমে চারে অবস্থান করছে। এদিকে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন তিন ধাপ উপরে উঠে র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছে। এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দুই ধাপ নেমে গেছে। মামুনুলরা ১৮২ নম্বরে নেমে গেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান ১৫০, মালদ্বীপ ১৬০, ভারত ১৬৬, পাকিস্তান ১৮৪, ভুটান ১৮৮, নেপাল ১৯২ এবং শ্রীলঙ্কা ১৯৫ নম্বরে অবস্থান করছে। এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা দশে পতন হয়েছে পর্তুগালেরও। রোনালদোরা তিন ধাপ নিচে নেমে সাত নম্বরে অবস্থান করছে। একধাপ নেমে গেছে কলম্বিয়াও।

সর্বশেষ খবর