শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

দিল্লি টেস্ট

ক্রীড়া ডেস্ক

নাগপুরে তিন দিনেই শেষ হয়েছিল টেস্ট। সমালোচিত হয়েছিল উইকেট। সেই সমালোচনা এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড দিলি­র ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের উইকেট একটু সহজ করে বানায়। যাতে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেন। প্রথম দিন ভারতীয় ব্যাটসম্যানরা ভালোই ব্যাটিং করেন। কিন্তু দ্বিতীয় দিন উইকেটের সঙ্গে কোনোভাবেই পেড়ে ওঠেননি ব্যাটসম্যনরা। প্রথম দিন উইকেটের পতন হয়েছিল ৭টি। গতকাল দ্বিতীয় দিন পতন হয় ১৩ উইকেট। এর মধ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১২১ রানে। প্রোটিয়াসদের এবার গুঁড়িয়ে দিয়েছেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে ২১৩ রানে। চাইলেই আজ ফলোঅন করাতে পারে দক্ষিণ আফ্রিকাকে। আগের দিনের ৭ উইকেটে ২৩১ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। সেখান থেকে আজিঙ্কা রাহানের ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে আরও ১০৩ রান যোগ হয়। ৮৯ রানে অপরাজিত থাকা রাহানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১২৭ রানে। ইনিংসটি ছিল পাঁচ ঘণ্টা স্থায়ী এবং ২১৫ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। অশ্বিন করেন ৫৬ রান। কাইলি অ্যাবট নেন ৪০ রানে ৫ উইকেট। মোহালি, নাগপুরে ভারতীয় স্পিন সামলাতে ব্যর্থ হাশিম আমলা, ডি ভিলিয়ার্সরা এবারও ব্যর্থ হন।

সর্বশেষ খবর