শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রিয়াল মাদ্রিদ বহিষ্কার

ক্রীড়া ডেস্ক

নিয়ম ভঙ্গ করে অযোগ্য ফুটবলার দামিশ চেরিশভকে খেলানোর ফল রিয়াল মাদ্রিদ পেল হাতেনাতে। কাদিসের বিপক্ষে জিতলেও কোপা দেল্লরে থেকে বহিষ্কার হতে হলো  রিয়ালকে। ফলে এই মৌসুমে আর খেলা হবে না রাফায়েল বেনিতেজের রিয়ালের। রিয়ালকে নিষিদ্ধ করার বিষয়টি জানিয়েছে স্পেনের মিডিয়া। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। অবশ্য রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, বহিষ্কার হলে স্প্যানিশ ক্রীড়া আদালতে যাবেন তারা। কাদিসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিলেন রোনালদোরা। ওই ম্যাচে একটি গোলও করেছিলেন চেরিশভ। গত মৌসুমে ভিলারিওলের পক্ষে ধারে খেলেছিলেন রাশিয়ান উইঙ্গার। তখন তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন। তাই কাদিসের ম্যাচেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু কোচ বেনিতেজ নিজ ইচ্ছায় খেলান চেরিশভকে। উলে­খ্য, কোপা দেল্লরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে মোট ১৯ বার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর