রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেষ পর্বে তারকা ঝলমল বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

শেষ পর্বে তারকা ঝলমল বিপিএল

বরিশাল বুলসের অনুশীলনে ক্রিস গেইল। তৃতীয় বিপিএল আসরে আজ তিনি প্রথম ম্যাচ খেলতে নামবেন -বাংলাদেশ প্রতিদিন

ঢাকায় পা রেখেই জানিয়েছিলেন, এসেছেন শুধু ছক্কা হাঁকাতে। বড় বড় ছক্কা! যা আছড়ে পড়বে মিরপুরের গ্যালারিতে! সেটা দেখে উৎফুল্লতায় মেতে ওঠবেন ক্রিকেটপ্রেমীরা। ছক্কা হাঁকানোর টার্গেটে বরিশাল বুলসের হয়ে আজ মাঠে নামছেন ক্যারিবীয় ‘ক্রিকেট দানব’ ক্রিস গেইল। বিপিএলের তৃতীয় আসরে ক্যারিবীয় তারকা নামছেন এই প্রথম চার-ছক্কার ফুলজুড়ি ছোটাতে। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানীর দল মুশফিকুর রহিম, শহীদ আফ্রিদীর সিলেট সুপার স্টারস। এর মধ্যেই শেষ হয়েছে  তিন ধাপের বিপিএলের ঢাকা ও চট্টগ্রামের দুই পর্ব। তিন ধাপের শেষটি আজ শুরু হচ্ছে ঢাকায়। শীতের সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমার সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস। প্রথম পর্বে বরিশাল শেষ ওভারে হারিয়েছিল সিলেটকে। হারের ব্যবধান ছিল মাত্র ১ রান। অতীতের বিবেচনায় ম্যাচটি সিলেটের প্রতিশোধের এবং বরিশালের গ্রুপ শীর্ষে উঠার। আজ জিতলেই মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ানসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে মাহমুদুল্লাহ রিয়াদ, গেইলের বরিশাল। দ্বিতীয় ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ঢাকা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে ঢাকাকে ৬৯ রানে হারিয়েছিল রংপুর। আজ ফিরতি ম্যাচ। রংপুরের দ্বিতীয় স্থানে উঠার লড়াই। বিপরীতে ঢাকার প্রতিশোধের ম্যাচ। ৭ ম্যাচে রংপুরের পয়েন্ট ৮ এবং ৬ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্রতিশোধ এবং সামনে এগোনোর এমন সমীকরণের ম্যাচে আজকের প্রধান আকর্ষণ গেইল। বিপিএলের প্রথম দুই আসরেও চিত্তকার্ষক ব্যাটিং করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন গেইল। প্রথম আসরে ম্যাচ খেলেছিলেন ৫টি। সেঞ্চুরি দুটি। যার প্রথমটি মাত্র ৪৪ বলে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পরের ম্যাচে ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মাত্র ৬১ বলে। দ্বিতীয় আসরে বিমান থেকে নেমেই শুরু করেন খেলা এবং মাঠ ছাড়েন ৫১ বলে ১১৪ রানের টর্নেডো ইনিংস খেলে। দুই আসরের ৬ ম্যাচে ১৯৬.০৯ স্ট্রাইক রেটে গেইলের রান ৪০২, ছক্কা ৩৮টি! এবারও ৩৬ ঘণ্টা বিমান ভ্রমণ করে ঢাকায় পা রাখেন। এখন প্রস্তুত আসর মাতাতে। কাল অনুশীলনে ছিলেন হাশিখুশী মেজাজে। হাসতে হাসতেই বললেন, ‘বাংলাদেশে আবার আসতে পেরে ভালো লাগছে। এখানে যখনই খেলেছি, ভালো পারফর্ম করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর