শিরোনাম
রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

লড়াই করে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

লড়াই করে হারল বাংলাদেশ

থাইল্যান্ড যাওয়ার আগে আয়ারল্যান্ডের শক্তিমত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন কোচ গামাগি। জানিয়েছিলেন, সেমিফাইনালে যেন প্রতিপক্ষ না হয় আইরিশ মহিলা দল। তাহলে হয়তো ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলাই হবে না জাহানারাদের। কোচ যে ভুল ধারণা করেননি, বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালই তার প্রমাণ। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নামা বাংলাদেশ মহিলা দলকে স্তব্ধ করে শেষ বলে ২ উইকেটের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় আয়ারল্যান্ড। হারলেও আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। খেলবে আয়ারল্যান্ডও। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল, সবগুলো ম্যাচের বৈতরণী খুব সহজে পাড় হয় মহিলা দল। জাহানারাদের দুর্দান্ত ফিল্ডিং ও দুরন্ত বোলিংয়ের সঙ্গে পেরে উঠেনি প্রতিপক্ষ। কিন্তু কোনো ম্যাচেই ব্যাটিংটা ভালো হয়নি। কালও হয়নি। ফাইনালে ব্যাটসম্যানদের ধীরলয়ের ব্যাটিংয়ে ২০ ওভারে ৩ উইকেটে ১০৫ রান করে বাংলাদেশ। নিগার সুলতানা সর্বোচ্চ ৪১ রান করলেও বল খরচ করেন ৫৭টি। ৩৮ রান করেন রুমানা আহমেদ। ১০৬ রানের টার্গেট ছুড়েও শেষ বল পর্যন্ত লড়াই করেন জাহানারারা। কিন্তু   হেরে যান শেষ বলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর