সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রিয়ালের জয়ের রাতে বার্সার ড্র

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় হোঁচট খেল বার্সেলোনা। শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। অবশ্য এ ড্রয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের ট্রেবলজয়ীরা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার তারা গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে। রিয়াল মাদ্রিদ অবস্থান করছে তিন নম্বরে। লস ব্ল্যাঙ্কোসরা ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে। শনিবার বেনজেমার ডাবল ও রোনালদো-বেলের গোলে ৪-১ গোলে হারিয়েছে গেটাফেকে। ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনা ভালোই খেলছিল। লুইস সুয়ারেজের গোলে এগিয়ে গিয়েছিল কাতালানরাই। তবে ম্যাচের ৮৬ মিনিটে স্যান্টি মিনার গোলে সমতায় ফিরে ভ্যালেন্সিয়া। এরপর আর জয়সূচক কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। অবশ্য সুয়ারেজ তার গোলের সংখ্যা আরও একটু বাড়িয়ে নিয়েছেন।

১৩ গোল নিয়ে তিনি দ্বিতীয় স্থানেই আছেন। শীর্ষে আছেন ১৪ গোলদাতা নেইমার। রোনালদো ১০ গোল করে আদুরিজ ও লুকাসের সঙ্গে তৃতীয় স্থান ভাগাভাগি করেছেন। এদিকে ইংলিশ লিগে শনিবার বিপ্লবই ঘটে গেছে। ফেবারিটদের পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে লিস্টার সিটি। সোয়ানসেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।লিস্টার সিটির জয়ের রাতে পরাজিত হয়েছে চেলসি এবং ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ খবর