সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেমির পথে রংপুর

ক্রীড়া প্রতিবেদক

দলে চার পেসার নিয়েছিল ঢাকা ডাইনামাইটস। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও আবুল হাসান রাজুর সঙ্গে দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও সোহেল খানকে নিয়েও লাভ হলো না। রংপুর রাইডার্সের কাছে হেরে গেল সহজেই। ঢাকার দেওয়া ১৩৬ রানের টার্গেটে সাকিবের দল ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। ৬ উইকেটের জয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রাখল রংপুর। আট ম্যাচে তাদের পঞ্চম জয় এটি। মাত্র ২৬ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রংপুর রাইডার্সের জহুরুল ইসলাম অমি। গতকাল ব্যাটিংয়ের সময়ই ব্যাকফুটে চলে গিয়েছিল ঢাকা ডাইনামাইটস। রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ১৩৫ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৩০ রান এসেছে আইকন ক্রিকেটার নাসির হোসেনের ব্যাট থেকে। ২৮ বলে একটি ছক্কা ও চারে এই রান করেছেন নাসির। কাল ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা শুরু করেছিলেন দারুণভাবে। দুটি বিশাল ছক্কায় ২৩ বলে ২৯ রান করেন। কিন্তু শট রান নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান। সাকিব আল হাসান সরাসরি থ্রোতে উইকেট ভেঙে দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর