মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেষ টেস্টেও ভারতের জয়

ক্রীড়া ডেস্ক

শেষ টেস্টেও ভারতের জয়

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ভারতকে জেতান অশ্বিন —এএফপি

বারবাডোজের কিংসটন ওভাল। ১৯৬২ সাল। সময়টা মার্চ। তখনো ছয় দিনের টেস্ট ম্যাচ খেলতেই অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। কিংসটন ওভালে নবাব মনসুর আলি পাতৌদির ভারত মুখোমুখি দাপুটে ক্যারিবীয়দের। ক্যারিবিয়নদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেই দলটাতে ছিলেন গ্যারি সোবার্স, ওয়েস হিল, ল্যান্স গিবস এবং চার্লি স্টেয়ারসের মতো বিখ্যাত বোলাররা। বিশ্ব সেরা সেই বোলিং লাইনের বিপক্ষে সিনা টান করে ভারতীয়রা দাঁড়িয়ে ছিল প্রায় দুটা দিন (১৪৩.১ ওভার)! অবশ্য শেষ রক্ষা হয়নি। ম্যাচটা ভারত হেরেছিল ইনিংস ও ৩০ রানে। প্রায় ৫৩ বছর পর সেই একই ঘটনা ঘটল। আবারও ১৪৩.১ ওভারের ইনিংস। মনসুর আলি খানের ভারত করেছিল ১৮৭ রান (ওভার প্রতি গড় ১ রান)। সমান ওভার ব্যাটিং করে ভারতের বিপক্ষে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা করল ১৪৩ রান (ওভার প্রতি গড় ০.৯৯ রান)! দিন শেষে ফল; ভারত ম্যাচ জিতেছে ৩৩৭ রানে। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল কোহিলিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর