বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চেলসি আর্সেনালের বাঁচা-মরার লড়াই

ক্রীড়া ডেস্ক

চেলসি আর্সেনালের বাঁচা-মরার লড়াই

দুশ্চিতায় মরিনহো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মুখোমুখি হচ্ছে তারা। গত ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে এরই মধ্যে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছে কাতালানরা। বার্সেলোনার নকআউট পর্ব নিশ্চিত হলেও বিপদে আছে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্সেনাল। আজ যে কোনো মূল্যেই জিততে হবে দুই দলকে। পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হচ্ছে চেলসি। জি গ্রুপে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে পোর্তো ও চেলসি। এই গ্রুপে ইউক্রেনিয়ান ক্লাব ডাইনামো কিয়েভের সংগ্রহ ৮ পয়েন্ট। আজ চেলসি-পোর্তো ম্যাচের ফলাফল যাই হোক, কিয়েভের সামনে নকআউট পর্ব খেলার সুযোগ থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে চেলসির ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। এফ গ্রুপে আর্সেনাল ৫ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে তিনে অবস্থান করছে। আজ তারা গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের মুখোমুখি হচ্ছে। জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে গানারদের। এমনকি ড্র করলেও বিদায় নিতে হবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। এফ গ্রুপে এরই মধ্যে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ নকআউট পর্ব নিশ্চিত করেছে। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সামনে আজ শেষ সুযোগ। ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে আজ হারাতেই হবে ভ্যালেন্সিয়ার। অবশ্য নকআউট পর্ব নিশ্চিত করার জন্য তাদেরকে নির্ভর করতে হবে জেনিত-জেন্ট ম্যাচের উপরও। বেলজিয়ান ক্লাব জেন্ট রাশিয়ান ক্লাব জেনিতের কাছে পরাজিত হলে কিংবা ড্র করলেই কেবল ভ্যালেন্সিয়া নকআউট পর্ব খেলার আশা করতে পারে।

সর্বশেষ খবর