শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেরা চারের প্রতিপক্ষ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

সেরা চারের প্রতিপক্ষ চূড়ান্ত

সমীকরণটা এমন দাঁড়িয়েছিল-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট সুপার স্টারস জিতলে বরিশাল বুলসকে হারাতেই হবে ঢাকা ডাইনামাইটসকে। শেষ পর্যন্ত সমীকরণটা আর এমন থাকেনি। মাশরাফি বিন মর্তুজার কুমিল্লার কাছে ৭১ রানে সিলেটের হারে গুরুত্ব কমে যায় শেষ ম্যাচের। তবে আগামীকালের প্রথম কোয়ালিফাইয়ার্সে কুমিল্লার প্রতিপক্ষ হতে বরিশালের দরকার জয়- এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সিলেটের হারে। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে কোনো লাভ হয়নি বরিশালের। প্রথম কোয়ালিফাইয়ার্সে খেলতে ঢাকার ছুড়ে দেওয়া ১৩৭ রানের টার্গেট বরিশালকে পেরুতে হতো মাত্র ১৮ বলে! বল প্রতি স্ট্রাইক রেট ৭.৬১! যা কল্পনাতেও অসম্ভব। এমনটি যেহেতু সম্ভব নয়, তাই ঢাকার বিপক্ষেই বরিশালকে খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে। অপরদিকে সুবিধাজনক অবস্থানে থেকে কাল মুখোমুখি হচ্ছে কুমিল্লা ও রংপুর রাইডার্স। জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে ১৫ ডিসেম্বর। অবশ্য পরাজিত দলেরও সুযোগ থাকছে ফাইনালে খেলার। ফাইনালে খেলতে পরের দিন লড়াই করতে হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সের জয়ী দলের বিপক্ষে। গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকাকে ২ উইকেটে পরাজিত করে বরিশাল। ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। পরে বরিশাল ২ বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সর্বশেষ খবর