শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমিলির মাঠে নামা নিয়ে সংশয়

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে মধ্যমাঠের নির্ভরযোগ্য ফুটবলার জামাল ভূঞা সুস্থ হয়ে উঠছেন। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, আজ হাসপাতাল ছেড়ে জামাল বিকেএসপি ক্যাম্পে যোগ দেবেন। তবে ২/৩ দিন বিশ্রামে রেখে তাকে অনুশীলনে নামানো হবে। প্রচণ্ড জ্বরে জামালকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষা করানো হয়। কোনো কিছুই ধরা পড়েনি রিপোর্টে। জ্বর  কমে আসাতে তিনি সুস্থ হয়ে উঠছেন। বাবু বলেন, আমরা চেয়েছিলাম জামাল বাসাতেই বিশ্রাম নিক। কিন্তু নিজেই বিকেএসপিতে থাকতে চেয়েছেন। অর্থাৎ কেরালায় অনুষ্ঠিতব্য সুজুকি সাফ চ্যাম্পিয়নশিপে জামালের খেলা নিয়ে কোনো সংশয় থাকছে না। এদিকে দেশ সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে ঘিরে শঙ্কা কাটছে না। অনুশীলনে হাঁটুতে ব্যথা পান। গতকাল বিসিবির চিকিৎসক দেবাশিষকে দেখান এমিলি। জানা যায়, ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলছেন। কিছু ব্যায়াম করার পরামর্শও দিয়েছেন। এরপর নিজেকে ফিট মনে করলে অনুশীলনে নামতে বলেছেন। এমিলির ব্যাপারে গতকাল ডা. দেবাশিষ মুখই খুলতে চাননি। শুধু বলেছেন, ফুটবলার এমিলি ও কোমল তার সঙ্গে দেখা করেছেন। ইনজুরি সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে নির্ভরযোগ্য এক সূত্র থেকে জানা যায় কোমলের পক্ষে এ ব্যথা নিয়ে সাফ খেলা সম্ভব নয়। অন্যদিকে এমিলিকে নাকি বলা হয়েছে তার জন্য সাফ খেলাটা ঝুঁকি হয়ে পড়বে। কেস্ট কুমার ইনজুরিতে আগেই ক্যাম্প ছেড়েছেন। কোমল ও খেলতে পারবেন না। পাঁচ সাফ খেলা অভিজ্ঞতাসম্পন্ন এমিলিও যদি খেলতে না পারেন তাহলে দলের শক্তি হ্রাস পাবে। ২৮ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। চূড়ান্ত দলে ঠাঁই পাবে ২০ জন। আটজন খেলোয়াড় স্বাভাবিকভাবেই বাদ পড়বে। কিন্তু নিয়মিত একাদশের কেউ ইনজুরিতে বাদ পড়লে দল সাজানোটা মুশকিল হয়ে পড়বে।

সর্বশেষ খবর