শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হকি ব্যক্তিত্ব মোমিন গুরুতর অসুস্থ

ক্রীড়া প্রতিবেদক

হকির কিংবদন্তি মাহমুদুর রহমান মোমিন গুরুতর অসুস্থ। মঙ্গলবার তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিইউতে তাকে রাখা হয়েছিল। কিছুটা সুস্থবোধ করলে মোমিনকে গতকাল কেবিনে স্থানান্তর করা হয়েছে। পূর্ব পাকিস্তান হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। ষাট দশকের শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছেন মোমিন। দেশের হকিকে জনপ্রিয়তা করার পেছনে তিনি বড় ধরনের ভূমিকা রাখেন। বাংলাদেশের হকির ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ক্রীড়াঙ্গনে মোমিনের পরিচয় ওয়ারীর লোক বলেই। দীর্ঘসময় ধরে ঐতিহ্যবাহী এ ক্লাবের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। ১৯৭৮ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ওয়ারীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। উপদেষ্টাও ছিলেন। বয়স হয়ে গেলেও হকির মায়া ছাড়তে পারেননি। সব সময় এ খেলার খোঁজখবর রাখেন। হকি ফেডারেশনের সূত্র জানা যায়, ১৯৭৮ সালে থাইল্যান্ড এশিয়ান গেমসে জাতীয় দলের ম্যানেজার ছিলেন মোমিন। দেশের হকির আরেক কিংবদন্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। পূর্ব পাকিস্তান দলের হয়ে মোমিনের সঙ্গে দীর্ঘ সময় খেলেছেন। খুব কাছ থেকে মোমিনকে দেখেছেন তিনি। সাদেক বলেন, মোমিন ভাই হকির নিবেদিত প্রাণ। হকি ছাড়া তিনি কিছুই বোঝেন না। তিনি আমাদের অভিভাবক। বর্ষিয়ান এ হকি ব্যক্তিত্বের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর