রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রংপুরের প্রতিপক্ষ বরিশাল

ঢাকার বিদায়

ক্রীড়া প্রতিবেদক

রংপুরের প্রতিপক্ষ বরিশাল

বরিশাল জিতলেও ক্রিস গেইলের ব্যাটিং তেমনভাবে জ্বলে ওঠেনি। ৩১ রানে তিনি বোল্ড হন মুস্তাফিজের বলে -বাংলাদেশ প্রতিদিন

সবার আগে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১৫ ডিসেম্বর কুমিল্লার প্রতিপক্ষ হতে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। প্রথম কোয়ালিফাইয়ার্স জিতে ফাইনালে জায়গা নেয় কুমিল্লা। বিপরীতে হারলেও ফাইনালের আশা টিকেছিল রংপুরের। সেই স্বপ্ন নিয়ে রংপুর আজ মুখোমুখি হচ্ছে বরিশালের। দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে বরিশাল ১৮ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটসকে। হেরে আসর থেকে বিদায় নিল ঢাকা। ঢাকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেননি ক্রিস গেইল। বিশ্রামে ছিলেন আগের ম্যাচে ৪৭ বলে ৯২ রানের টর্নেডো ইনিংস খেলে। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে কালও শুরু করেছিলেন ঝড়ের গতিতে। প্রথম ১২ বলে ২ ছক্কা ও চার চারে তুলে নেন ৩০ রান। গেইলের ঝড়ো ব্যাটিংয়ে যখন মনে হচ্ছিল বড় ইনিংস গড়বে বরিশাল বুলস, তখনই মুস্তাফিজুর রহমানের কাটারে বোকা বনে সাজঘরে ফিরেন গেইল। গেইলের বিদায়ে থমকে যায় বরিশালের রানের গতি। সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা করেও ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেননি। বরিশালকে বেঁধে রাখতে ৮ বোলার ব্যবহার করেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। গেইল ৩১ রান করেন ১৯ বলে। মুস্তাফিজ ২ উইকেট নেন ২১ রানে।

টার্গেট ১৩৬ রান। আগের ম্যাচে ১৩৬ রান করে যদিও হেরেছিল। কাল সেই টার্গেটে খেলতে নেমে চাপের মুখে ভেঙে পড়েন সাঙ্গাকারারা। আল-আমিন, কেভিন কুপার ও তাইজুল ইসলামের সাঁড়াশি আক্রমণে ৮ উইকেটে ১১৭ রানে আটকে থাকে ঢাকা।

সর্বশেষ খবর