রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চমকের নাম আবু হায়দার

ক্রীড়া প্রতিবেদক

বয়স সবেমাত্র ১৯। এখনো জাতীয় দলের জার্সি গায়ে জরানো হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটেও আহামরি কোনো রেকর্ড নেই। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে তিনি রীতিমতো মহা তারকা! দেশি-বিদেশি সব তারকা বোলারদের পেছনে ফেলে শিকার করেছেন ২১ উইকেট। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে! হ্যাঁ, তিনি আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাম হাতি মিডিয়াম পেসার। 

প্রথম রাউন্ড পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে উইকেট শিকারে সমান তালে লড়েছেন। প্লে-অফে মুখোমুখি লড়াইয়ে সাকিবকে যেন পাত্তাই দিলেন না আবু হায়দায়। সাকিব যেখানে ৪২ রান দিয়ে কোনো উইকেটই শিকার করতে পারেননি রনি সেখানে মাত্র ১৯ রানে নিয়েছেন ৪ উইকেট। তার দুরন্ত বোলিং নৈপুণ্যে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। গতকাল নেত্রকোনার তরুণ তারকা বোলার যে চার উইকেট শিকার করেছেন তার তিনটি নিয়েছেন ইনসুইং ইয়র্কারে। রনির বোলিংয়ে যেন পাকিস্তানের গ্রেট বোলার ওয়াসিম আকরামের ছাপ রয়েছে। আকরামের মতো রনিরও প্রধান অস্ত্র ইয়র্কার। আবু হায়দার মাশরাফি বিন মর্তুজার তত্ত্বাবধানে নিজের পারফরম্যান্সের গ্রাফটা প্রতি নিয়ত বাড়িয়ে নিচ্ছেন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিটি ম্যাচেই রাখছেন অবদান। তরুণ এই তারকা পেসারের ক্যারিশমাতেই সবার আগে বিপিএল তৃতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভিক্টোরিয়ানস। আবু হায়দায় সম্পর্কে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে বিপিএলে চাপ অনেক বেশি থাকে। এখানেই সে অনেক ভালো করছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ও ক্লাব ক্রিকেট অনেক আলাদা। আমার বিশ্বাস ও অনেক ভালো করবে।’ রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘কোনো ক্রিকেটারকে এক দেড় বছর না দেখে তার সম্পর্কে মন্তব্য করা কঠিন। তবে রনি যেভাবে পারফর্ম করছে এতে অন্য তরুণ ক্রিকেটাররাও অনুপ্রাণিত হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর