শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গভীর রাতে জেগে উঠেছিল বরিশাল

রাহাত খান, বরিশাল

রবিবার রাতে জেগে উঠেছিল বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বরিশাল বুলস ফাইনালে ওঠার পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন বরিশালের আবাল-বৃদ্ধ-বনিতা সবাই। প্রথম বারের মতো প্রিয় দল বরিশাল বুলস বিপিএল’র ফাইনালে ওঠায় পাড়ায়-মহল্লায়, বিভিন্ন রাস্তার মোড়ে এবং নগরীর প্রধান প্রধান সড়কে আতশবাজি ফুটিয়ে, নেচে-গেয়ে, হৈ-হুল্লোড় এবং আনন্দ মিছিল করেন বরিশালের ক্রিকেটপ্রেমীরা। গভীর রাতে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। প্রিয় দলের খেলা উপভোগের মাত্রা বাড়াতে বিভিন্ন পাড়া-মহল্লায় খিচুরির আয়োজন করে ক্রিকেটভক্তরা।

গভীর রাত পর্যন্ত চলে আনন্দ উপভোগের পালা। এর আগে খেলা দেখতে সদর রোডসহ বিভিন্ন স্থানে বসানো হয় প্রজেক্টর। টিভির শো-রুমসহ বিভিন্ন দোকানে ছিল ক্রিকেট দর্শকদের উপচেপড়া ভিড়। খেলা চলাকালীন ক্রিকেটভক্তদের মধ্যে বিরাজ করে টানটান উত্তেজনা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ফাইনালের মঞ্চে ওঠার লড়াই। টস জিতে দ্বিতীয় কোয়ালিফাইয়ার হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের দলপতি সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুর ১৬০ রান সংগ্রহ করেছে। তিন বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় বরিশাল বুলস।

সর্বশেষ খবর