শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুয়ারেজের হ্যাটট্রিকে ফাইনালে বার্সা

ক্রীড়া ডেস্ক

সুয়ারেজের হ্যাটট্রিকে ফাইনালে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স দেখে দিন কয়েক আগে যে একাদশ ঘোষণা করেছে উয়েফা, তাতে জায়গা হয়নি বার্সেলোনার কোনো ফুটবলারের। তারচেয়েও বড় বিস্ময় তিন তারকা লেওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের জায়গা হয়নি একাদশে। ফুটবলপ্রেমীরা বিস্মিত হলেও সুয়ারেজ প্রতিবাদ জানিয়েছেন ভিন্নভাবে। কাল জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে বিশ্ব ক্লাব কাপের ফাইনালের উঠার লড়াইয়ে হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। আসরের দ্বিতীয় সেমিফাইনালে সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে চীনের গুয়াংজো এভারগ্রান্ডেরকে। আগামী রবিবার ফাইনালে ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট।

কুঁচকির ইনজুরিতে কাল নামেননি নেইমার। মেসি খেললেও মাঝপথে মাঠ ছাড়েন। তারপরও কোনো সমস্যা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। সমস্যায় পড়তে দেননি সুয়ারেজ। ৩৯ মিনিটে দলকে এগিয়ে নেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। ৩০ গজ দূর থেকে রাকিতিচের জোরালো শট ঠেকিয়ে দেন গুয়াংজুর গোলরক্ষক। কিন্তু বল এসে পড়ে সুয়ারেজের সামনে। ফিরতি বলে সুয়ারেজ ঠাণ্ডা মাথায় জালে জড়িয়ে এগিয়ে নেন বার্সেলোনাকে (১-০)। দুই মিনিট পরেই সমতায় আসার সুযোগ পেয়েছিল গুয়াংজু। কিন্তু বার্সার গোলরক্ষক ক্লাদিও ব্রাভোর দৃঢ়তায় সম্ভব হয়নি। এক গোলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোল বাড়াতে ব্যস্ত হয়ে পড়ে লুইস এনরিকের দল। ৪৯ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন সুয়ারেজ। আন্দ্রে ইনিয়েস্তার ক্রস বুক দিয়ে থামিয়ে ডান পায়ের ভলিতে গোল করেন সুয়ারেজ (২-০)। ৬৭ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পুর্ণ করেন সুয়ারেজ (৩-০)। চলতি মৌসুমে বার্সার পক্ষে সুয়ারেজের এটা ২২ তম গোল।

সর্বশেষ খবর