শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেসির কিডনিতে পাথর

ক্রীড়া ডেস্ক

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেননি বার্সা তারকা লিওনেল মেসি। গতকাল খেলা ছিল চীনের গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে পেটে ব্যথার কারণে মাঠে নামা সম্ভব হয়নি তার। বার্সার বিবৃতিতে বলা হয়, মেসির কিডনিতে পাথর ধরা পড়েছে। রেনাল কলিকের ব্যথায় ভুগছেন তিনি। এ কারণে শুধু ক্লাব বিশ্বকাপের সেমি নয় আরও কয়েক দিন বিশ্রামে থাকতে হবে তাকে। কুঁচকির ইনজুরির কারণে নেইমারও গতকাল মাঠে নামেননি। আক্রমণ ভাগের দুই তারকাকে হারিয়ে তাই বেশ বিপাকেই পড়ে গেল বার্সা।  দুই তারকা না খেললেও বিশ্ব ক্লাব কাপ সেমিতে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। ফাইনালেও স্পেনের এই দল ফেবারিট হয়ে মাঠে নামবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর