রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ টি-২০ খেলার প্রস্তাব জিম্বাবুয়ের

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ টি-২০ খেলার প্রস্তাব জিম্বাবুয়ের

আগামী মার্চে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে নিজ গ্রুপে শীর্ষস্থান হতে পারলেই সুযোগ পাবে চূড়ান্ত পর্ব খেলার। টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলবে জিম্বাবুয়েও। অথচ বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট খেলুড়ে দেশ। কিন্তু দেশ দুটিকে বাছাই পর্বের গণ্ডি পেরোনোর লড়াইয়ে নামতে হচ্ছে। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিল দুই দেশ। এবারও খেলবে। ভারতে খেলতে যাওয়ার আগে দেশ দুটি প্রস্তুতিমূলক টি-২০ সিরিজ খেলতে পারে বাংলাদেশে জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে এরই মধ্যে প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। ২৩ ডিসেম্বর সিরিজের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

নভেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলে গেছে জিম্বাবুয়ে। জানুয়ারিতে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আসার কথা আফ্রিকান দেশটির। কিন্তু আগামী বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ বলে এখনই টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না জিম্বাবুয়ে। তাই টি-২০ সিরিজ খেলার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এ প্রসঙ্গে বলেন, ‘সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি। ২৩ ডিসেম্বর সিরিজ বিষয়ে আলোচনা করব। সেদিন আরও অনেক বিষয় নিয়েও আলোচনা করব।’ সিরিজটি হবে মোটামুটি নিশ্চিত। শুধু সময়টা ঠিক করতে পারছে না বিসিবি। কেননা জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। তাই ভেন্যু সংকটে পড়েছে ক্রিকেট বোর্ড। যদি টি-২০ সিরিজটি খেলতে সম্মত হয় বাংলাদেশ, তাহলে পিছিয়ে যাবে টেস্ট সিরিজ। পরবর্তীতে সুবিধাজনক কোনো এক সময় সিরিজটি আয়োজন করবে বাংলাদেশ।

সর্বশেষ খবর