রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বঙ্গবন্ধু কাপ ফুটবল ৮ জানুয়ারি শুরু

ক্রীড়া প্রতিবেদক

বিশ্রাম পাচ্ছেন না ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়ন শেষ হওয়ার পরই মামুনুলদের আবার মাঠে নামতে হবে। ১৬ বছর পর গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের দেখা মিলেছিল। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন থেকে প্রতি বছর জানুয়ারি মাসেই বঙ্গবন্ধু কাপ শুরু হবে। বাফুফে সেই পথেই এগুচ্ছে। ২০১৬ সালে ৮ জানুয়ারি শেষ হবে ১৮ জানুয়ারি। ঢাকা ছাড়াও ভেন্যু হিসেবে সিলেটকেও বেছে নেওয়া হতে পারে। বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দল টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়া বাহরাইন, কম্বোডিয়ান, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অংশ নেবে বলে নিশ্চয়তা দিয়েছে।

উল্লেখ্য ১৯৯৬ সালে দেশে প্রথমবার বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হয়। ঢাকা মোহামেডান, আবাহনী ছাড়াও ভারতের ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব অংশ নেয়। ১৯৯৯ সালে পরবর্তী আসর হলেও ১৫ বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ আলোর মুখ দেখেনি। ২০১৫ সালে শেষ পর্যন্ত তা মাঠে নামে এবং তা প্রথমবারের মতো ঢাকা ছাড়াও সিলেটে বঙ্গবন্ধু কাপের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ঢাকায় ফাইনালে বাংলাদেশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল।

সর্বশেষ খবর