সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্বসেরা ক্লাব বার্সা

ক্রীড়া ডেস্ক

বিশ্বসেরা ক্লাব বার্সা

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফি হাতে বার্সার ফুটবলাররা —এএফপি

নেইমারের আলতো হেডার মেসির পা স্পর্শ করতেই যেন রিভার প্লেটের জাল স্পর্শ করতে পাগল হয়ে উঠল। তিনজন ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর পর ভ্রম কাটল দর্শকদের। একটা মেসিময় গোল হলো। ততোক্ষণে ইয়োকোহামার দর্শকরা উল্লাসে ফেটে পড়েছে। যারা মেসি-নেইমার-সুয়ারেজদের ম্যাজিক্যাল ফুটবল দেখার অপেক্ষায় ছিলেন, তাদের আশা পূরণ হয়েছে। গতকাল ইয়োকোহামার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ল্যাটিন ফুটবলের চ্যাম্পিয়ন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটেই মেসির অসাধারণ গোলে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচটা শেষ পর্যন্ত বার্সেলোনা জিতেছে ৩-০ ব্যবধানে। পরের দুটি গোল করেছেন লুইস সুয়ারেজ।

লিওনেল মেসি দারুণ একটা রেকর্ডই করলেন। বার্সেলোনা যেমন ফিফা ক্লাব বিশ্বকাপে তিনটা শিরোপা জিতে রেকর্ড করেছে মেসিও তিনটা ফাইনালে গোল করে রেকর্ড গড়লেন। ২০০০ সালে এই টুর্নামেন্ট শুরুর পর থেকে বার্সেলোনা মোট চারবার এ আসরে খেলার সুযোগ পেয়েছে। ২০০৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশনালের কাছে হারলেও পরের তিনটিতে জয় পেয়েছে। ২০০৯ সালে তারা হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব এস্তোদিয়ান্তেসকে। মেসি গোল করেছিলেন সেবারের ফাইনালে। নির্বাচিত হয়েছিলেন সেরা ফুটবলারও। ২০১১ সালে কাতালানরা নেইমারের সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। সেবারও ফাইনালে গোল করেছিলেন মেসি। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। গতকাল আরও একবার ফাইনালে গোল করলেন মেসি। তবে এবারে মেসিকে ছাপিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। নেইমার অবশ্য কোনো গোল করতে পারেননি। তবে ইনজুরি ফেরত এ ব্রাজিলিয়ান তারকা দুটি গোলে এসিস্ট করে ভক্তদের মন জয় করেছেন।

ম্যাচ শেষ হওয়ার পর লুইস সুয়ারেজ বললেন, ‘আমরা এখানে এসেছিলাম শিরোপা জিততে। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ প্রিয় সতীর্থ মেসি এবং নেইমারের প্রশংসা করতেও ভুলেননি সুয়ারেজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর