সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গেইলের ৬০০ ছক্কা

ক্রীড়া ডেস্ক

গেইলের ৬০০ ছক্কা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ক্রিস গেইলের। কিছুদিন পরপরই দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন। গত মার্চের পর দেশের হয়ে কোনো ধরনের ক্রিকেট খেলেননি গেইল। কিন্তু বসে থাকেননি এই আলোচিত ক্রিকেটার। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন গেইল। কিছুদিন আগে ঢাকায় বরিশাল বুলসের হয়ে বিপিএল খেলে গেছেন তিনি। বিসবেনে খেললেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে। মেলবোর্ন রেনে গেডসের হয়ে ম্যাচটি দুটি কারণে স্মৃতিতে থেকে যাবে গেইলের। প্রথম সোনা রঙা ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন এই বাঁহাতি। যা নিয়ে চলছে অনেক আলোচনা। ব্যাটিংয়ে ততটা জ্বলে না উঠলেও এই ইনিংসই তাকে নিয়ে এসেছে সোনালি পাতায়।

দুই ছক্কা ও দুই চারের ১৬ বলে ২৩ রান। দুটি ছক্কা নিয়ে টি-২০ ক্যারিয়ারে ৬০০ ছক্কার রেকর্ড গড়লেন গেইল। টি-২০তে তিনি প্রথম ক্রিকেটার যার ব্যাটে ৬০০ ছক্কা এল। এর আগে টি-২০ ম্যাচে চারেরও ৬০০ রেকর্ড গড়েছিলেন। বিগ ব্যাশে দুই বাউন্ডারি হাঁকানো তো চারের সংখ্যা দাঁড়াল ৬৫৩টি। এক্ষেত্রে গেইল অবশ্য সবার আগে নন। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ গেইলের চেয়ে ১১টি চার বেশি মেরেছেন। তালিকায় তিনে আছেন ম্যাককুলাম। তার চারের সংখ্যা ৬০৫। টি-২০তে দ্রুতগতির সেঞ্চুরি রেকর্ডও তার। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩০ বলে শত রান পূর্ণ করেন গেইল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর