সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জয়ের কাছাকাছি নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসের দৃঢ়তা দেখা যায়নি দ্বিতীয় ইনিংসে। দৃঢ়তা দেখাতে পারেনি বলেই হ্যামিল্টন টেস্টে হারের অপেক্ষায় শ্রীলঙ্কা। টেস্টের প্রথম দুদিন সুবিধাজনক অবস্থানেই ছিল দ্বীপরাষ্ট্রটি। কাল তৃতীয় দিন স্বাগতিক নিউজিল্যান্ডের বোলিংয়ে মুখ থুবড়ে পড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। দিন শেষে এমন অবস্থার সৃষ্টি হয়, টেস্টের শেষ দুদিনে জিততে ব্ল্যাক ক্যাপসদের দরকার ৪৭ রান এবং হাতে আছে ৫ উইকেট।  শ্রীলঙ্কার প্রথম  ইনিংসে ২৯২ রানের জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমে যায় ২৩৭ রানে। ৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে থমকে পড়ে শ্রীলঙ্কা। টিম সাউদি, ডগ ব্রেসওয়েল ও ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে ১৩৩ রানে গুটিয়ে যায় লঙ্কার দ্বিতীয় ইনিংস। সাউদি ২৬ রানে নেন ৪ উইকেট। ব্রেসওয়েল ৩১ রানে ২টি ও ওয়াগনার ৪০ রানে ৩ উইকেট নেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মেন্ডিস। জয়ের জন্য আড়াই দিনে টার্গেট দাঁড়ায় ১৮৯ রান।

সর্বশেষ খবর