মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩৩ বছর পর রিয়ালই প্রথম

ক্রীড়া ডেস্ক

স্কাই স্পোর্টসের স্কোর লাইনে বেশ ভাঙচুর করতে হলো। দুই অঙ্কের গোল সংখ্যা লেখার সিস্টেমই ছিল না তাদের! অথচ রিয়াল মাদ্রিদ সেই ধারাটাই ভেঙে দিল। রবিবার লস ব্ল্যাঙ্কোসরা ১০-২ গোলে উড়িয়ে দিয়েছে রেয়ো ভলকানোকে। এ বিশাল জয়ে ৩৩ বছরের পুরনো ঘটনার পুনরাবৃত্তি করল রাফায়েল বেনিতেজের শিষ্যরা। ১৯৮৪ সালে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ ১০-০ গোলে হারিয়েছিল প্রতিপক্ষ ব্রাউনসউইগকে। এরপর দীর্ঘ ৩৩ বছরে ইউরোপের সেরা পাঁচটা লিগে (স্প্যানিশ, ইংলিশ, জার্মান, ইতালিয়ান ও ফ্রেঞ্চ) ১০ গোল করতে পারেনি কোনো দলই। গেরেথ বেলে (৪ গোল), করিম বেনজেমা (৩ গোল), ক্রিস্টিয়ানো রোনালদো (২ গোল) ও ড্যানিলো (১ গোল) মিলে ৯ জনের দল ভলকানোকে নিয়ে ছেলেখেলাই খেললেন। এ বিশাল জয়ে স্প্যানিশ লা লিগায় গোল ব্যবধানে অনেক এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ৪২ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র ১৫ গোল (+২৭)। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৩৬ গোল করেছে লিগে। পয়েন্ট তালিকায় অবশ্য কাতালানরাই আছে শীর্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর