বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঘুম হারাম অনেকেরই

ব্ল্যাটার প্লাতিনি নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

ঘুম হারাম অনেকেরই

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা কতটা ক্ষমতাধর তা আবারও প্রমাণ মিলল। দুর্নীতির দায়ে সাবেক সভাপতি সেফ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি ফুটবলের সব কর্মকাণ্ড থেকে আট বছর নিষিদ্ধ হয়েছেন। দুজনেই এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিন্তু এতে কোনো লাভ হবে বলে মনে হয় না। কারণ সঠিক তদন্ত করে দুই প্রভাবশালীর বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। ব্ল্যাটার আগেই ফিফার সভাপতির পদ ছেড়েছেন। ফরাসি সাবেক ফুটবলার প্লাতিনির আশা ছিল তিনি সামনে ফিফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সভাপতির আসনে বসবেন। না, প্লাতিনির সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। আট বছর তিনি ফুটবলের কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না।

বিশ্ব ফুটবলে দুই প্রভাবশালী ব্যক্তি ব্ল্যাটার ও প্লাতিনি। তারা যখন শাস্তি থেকে রেহাই পাননি তখন অন্যদেরও ভয়ে থাকতে হচ্ছে। ফিফার এথিকস কমিটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এরপরও তারা থেমে থাকবে না। ফুটবলে দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে। এ ঘোষণায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন ফেডারেশনের সভাপতিরা দুশ্চিন্তায় রয়েছেন। বেশ কটি দেশের ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এথিকস কমিটি ঘোষণা দিয়েছে ফিফা যেসব দেশকে বার্ষিক অনুদান দিচ্ছে  সেটা সঠিক খাতে ব্যয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। প্রয়োজনে তারা ফেডারেশনগুলোর অডিট রিপোর্টও চাইবে। বিশেষ করে ফিফা সদস্যভুক্ত দরিদ্র দেশগুলোর দিকে এথিকস কমিটির চোখ। ইতিমধ্যে বেশ কটি দেশের ফেডারেশন কর্মকর্তাদের অভিযোগও এসেছে তাদের কাছে। শেষ পর্যন্ত কার কি কপালে জুটে এনিয়ে এখন অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর