বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাফুফে ভবনে ভাঙচুর

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে ভবনে ভাঙচুর

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে গতকাল চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগ ২-৩ গোলে হারায় একদল উচ্ছৃঙ্খল সমর্থক এ হামলা চালায়। ম্যাচ চলাকালে মাঠে ঢুকে রেফারিকে মারধর করে সমর্থকরা। পরে তারা মতিঝিল বাফুফে ভবনে এসে ব্যাপক ভাঙচুর করে। ফুটবল ফেডারেশনের কাচের জানালা ও স্ক্রিন ভেঙে ফেলে। ভাঙচুর হয় বাফুফে ভবনের অভ্যর্থনা কক্ষও। এর মধ্যে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক পবিত্র কুন্ডুর গাড়িও ভাঙচুর করে উচ্ছৃঙ্খল সমর্থকরা।

তিন দিন আগে নেপালকে হারিয়ে শিরোপা জেতা অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা ওই সময় বাফুফে ভবনে ছিল। ভাঙচুরের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাফুফে কর্মকর্তা ও কর্মচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার ২০ মিনিট পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতিঝিল জোনের সিনিয়র এসি সাইফুর রহমান জানান, ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর