রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যর্থতার দায় কাঁধে নিলেন মারুফ

ক্রীড়া প্রতিবেদক, কেরালা থেকে

কপালে চিন্তার বলিরেখা। বুকে চেপে রাখা দীর্ঘশ্বাস। প্রেসবক্সে প্রবেশের ঠিক পরপরই বহু কষ্টে ধরে রাখা দীর্ঘশ্বাস ছাড়লেন কোচ মারুফুল। একজন কোচের জন্য এরচেয়ে বড় হতাশার আর কী হতে পারে! টানা দুই ম্যাচ হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এবারও সেমিতে খেলা হচ্ছে না। কোচ হিসেবে ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে তুলে নিলেও অনেক প্রশ্নের উত্তরই রয়ে গেছে অব্যক্ত। তবে কোচ মারুফুল হকের নিস্তেজ শরীরী ভঙ্গিটাই অনেক কিছু বলে গেল। নির্ধারিত সময়ের মাত্র চার মিনিট আগে বাংলাদেশ সমতায় ফিরে। ওই সময়টুকুতে ড্রয়ের সুযোগটা কেন হারালো বাংলাদেশ! মারুফ বললেন, ‘আমরা জয়ের জন্য খেলছিলাম। কারণ জানতাম এটাই আমাদের জন্য ফাইনাল।’ কিন্তু এটা তো মালদ্বীপের জন্যও এক ধরনের ফাইনালই ছিল। দুরন্ত আফগানদের বিপরীতে মালদ্বীপ যে অসহায় শিকারে পরিণত হতে পারে, এটা অনেকেরই ধারণা। তাহলে সেমিফাইনাল খেলার সামান্য সুযোগটাও কী করে হারালো বাংলাদেশ! ম্যাচের শেষ সাত মিনিটে বাংলাদেশ গোল হজম করেছে দুটি। অলআউট ফুটবল খেলতে গিয়ে মামুনুলদের এ অধঃপতন ভুল পরিকল্পনারই কী ইঙ্গিত দেয় না! কোচ মারুফুল অবশ্য স্পষ্ট করে বলে দিলেন, ‘বলেছি তো ব্যর্থতার দায়ভার আমার।’ এ বক্তব্যের পর একজন কোচ সম্পর্কে আর কী বলার থাকতে পারে! অবশ্য মারুফ ভিন্ন একটা দিকেরও ইঙ্গিত দিয়ে গেলেন। আগেও যেমন বলেছেন তিনি। বাংলাদেশের ফুটবলারদের সবচেয়ে বড় সমস্যা মানসিকতা। ভিনদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘স্থানীয় লিগে বাংলাদেশের ফুটবলাররা যে মানসিকতা নিয়ে খেলে তা থেকে বের হতে পারে না আন্তর্জাতিক ফুটবলেও।’

সর্বশেষ খবর