রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিশ্চিত নয় অস্ট্রেলিয়ার অংশগ্রহণ

ক্রীড়া প্রতিবেদক

নিশ্চিত নয় অস্ট্রেলিয়ার অংশগ্রহণ

নিরাপত্তাহীনতার অজুহাতে আকস্মিকভাবে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই স্থগিতাদেশের ধাক্কা লাগে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বেও। ঢাকায় আসতে গড়িমশি করে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। তবে ফিফার সঙ্গে পেরে না ওঠায় খেলার আগের দিন রাতে ঢাকায় পা রাখে। পরের দিন ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়ে। ফিফা পারলেও পারেনি আইসিসি। পারেনি বাংলাদেশ ক্রিকেটও বোর্ডও (বিসিবি)। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েও ঢাকায় আনতে পারেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপেও এই ধাক্কা লাগতে পারে! কেননা এখন পর্যন্ত যুব বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশকে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও যুব বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো প্রায় এক মাস বাকি।

যুব বিশ্বকাপ শুরু ২৭ জানুয়ারি। চার শহরের মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাপ ও প্লেট পর্বের ৪৮টি ম্যাচ খেলবে ১৬ দল। যুব বিশ্বকাপের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি। তবে মূল আসর শুরুর বেশ আগে থেকেই দলগুলো পা রাখতে শুরু করবে বাংলাদেশে। খেলবে প্রস্তুতি ম্যাচ। আসরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। বিপিএল চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে গেছে আইসিসির নিরাপত্তা দল। দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে। তারপরও সন্দেহ থাকছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের আগমন নিয়ে। তবে এ নিয়ে বিন্দুমাত্র স্নায়ুচাপে ভুগতে রাজি নয় বিসিবি। অস্ট্রেলিয়ান যুব দলের আসা না আসার বিষয়টি বাংলাদেশের নয়, বলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। ‘অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ আইসিসির। আমরা শুধু স্বাগতিক। অস্ট্রেলিয়া যুব দল আসবে কি না, এটা নিশ্চিত করবে আইসিসি।’ বিসিবি সিইও বিষয়টি আইসিসির বললেও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু বাংলাদেশের। অস্ট্রেলিয়া যুব দল আসবে সে দেশের নিরাপত্তা কমিটির রিপোর্ট পাওয়ার পর। অক্টোবরে বাংলাদেশ সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও অস্ট্রেলিয়ান নিরাপত্তা মন্ত্রণালয় সবুজ সংকেত দেয়নি। যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের অপরাপর দলগুলো ভারত, নিউজিল্যান্ড ও নেপাল। ২৮ জানুয়ারি প্রথম প্রতিপক্ষ ভারত, ভেন্যু মিরপুর। ৩০ জানুয়ারি নেপাল এবং ২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ম্যাচ, দুটি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম।

সর্বশেষ খবর