রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ক্রিকেটারদের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ক্রিকেট লিগে ক্রিকেটারদের পারিশ্রমিকে শৃঙ্খল পরিয়ে দিচ্ছে বিসিবি। বিপিএলে শৃঙ্খল পরিয়ে ক্রিকেটারদের অর্থ নিশ্চিত করেছে। প্রিমিয়ার ক্রিকেটে এবার সে পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানায় ক্লাবগুলো। মুখে না বললেও বিরক্ত ক্রিকেটাররা। প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল এবং পারিশ্রমিক নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ক্রিকেটারদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ ছাড়া জিম্বাবুয়ের সঙ্গে টি-২০ বিশ্বকাপের পর টেস্ট খেলার কথা ভাবছে বিসিবি। ২০১৩-১৪ মৌসুমে ক্রিকেটারদের দল-বদল হয়েছিল ‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রক্রিয়ায়। সেবার ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারণ করে দিয়েছিল বিসিবি। তখন ক্ষোভ প্রকাশ করেছিল ক্রিকেটাররা। কিন্তু ক্লাবগুলোর ইচ্ছার দাম দিয়ে প্রক্রিয়াটি রেখেছিল এবং জানিয়েছিল সেটাই শেষ। কিন্তু দুই বছর পর ফের একই প্রক্রিয়া চালু করতে ব্যস্ত হয়ে পড়ছে। প্রক্রিয়ার সমর্থনে বিসিবি সভাপতি বলেন, ‘আগে পেস বোলাররা অর্থ কম পেতেন। গতবার থেকে দেখছি মোটামুটি পাচ্ছেন। এটা ভালো দিক। প্লেয়ার্স বাই চয়েজ প্রক্রিয়া এখনো চূড়ান্ত করিনি। এটা করলেও হয়তো ১০-১৫ জন ক্রিকেটার কিছু টাকা কম পান। কিন্তু অধিকাংশই কিন্তু ভালো অর্থ পান। আবার ক্লাবগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। আগে ক্লাব গোছাতে দেড় কোটি টাকা খরচ হতো। এখন সাড়ে চার কোটি টাকাতেও হয় না। ক্লাবগুলোর অর্থায়ন নেই। সব দিক বিবেচনা করেই বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাবগুলোর পাশপাশি ক্রিকেটারদের সঙ্গেও আমরা আলোচনা করব।’ প্রিমিয়ার ক্রিকেটের দল-বদলের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৪ মার্চ। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাঁচটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল জিম্বাবুয়ে। বিসিবি সে পথে না হেঁটে তিনটি টি-২০ ও একটি টেস্ট খেলার উল্টো প্রস্তাব পাঠিয়েছে। এখন আবার সেই প্রস্তাব নিয়ে চিন্তা করছে। এখন টি-২০ খেলে বিশ্বকাপের পর টেস্ট খেলতে পারে বাংলাদেশ।

সর্বশেষ খবর