সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভুটানকেও এখন অনেক ভয়!

ক্রীড়া প্রতিবেদক, কেরালা থেকে

চুন খেয়ে কেউ মুখ পোড়ালে দই দেখলেও সে শিউরে ওঠে। এটা বাংলাদেশের অতি পুরনো একটি প্রবাদ। বাংলাদেশ ফুটবল দলের অবস্থাও বুঝি ওরকমই হলো। যে দলটা সাফ চ্যাম্পিয়নশিপ জিতবে বলে কথা দিয়ে এসেছিল সেই দলটাই কিনা এখন ভুটানের মতো প্রতিপক্ষকেও ভয় পাচ্ছে যমের মতো! ‘ভুটান অনেক শক্তিশালী প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে আমাদেরকে খুব সতর্ক থেকেই খেলতে হবে।’ এমনটা বললেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক। যে ভুটানের সঙ্গে গত আটটা ম্যাচের ছয়টাতেই জিতেছে বাংলাদেশ, ড্র করেছে বাকি দুটোতে, সেই দলটার সঙ্গে খেলতেও এখন বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়ছে! আফগানিস্তানের কাছে ৪-০ এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর দলের আত্মবিশ্বাস এতটাই নিচে নেমেছে! মামুনুল যেমন বললেন, এ দলকে দিয়ে খুব বেশি কিছু আশা করার নেই। আমরা সত্যিই মাঠে কিছুই করতে পারিনি। নিজেই দায়ভার নিয়ে নিলেন সব ব্যর্থতার। কোচ মারুফুল বলছিলেন, ‘এখানে তেমন কিছুই করার নেই। ফুটবলাররা মাঠে কোনো পারফর্মই করতে পারছে না।’ তাহলে কী এই দলটির আমূল পরিবর্তন প্রয়োজন! কোচ বলছেন, বিকল্পও তো নেই। তাহলে! ওয়ালি ফয়সাল নিজেদের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করে গেলেন। ‘আমরা ভাগ্যের সহায়তা পাইনি।’ তাহলে কী ভাগ্য মামুনুলদের সঠিক পাসিং ফুটবল খেলতে দেয়নি! ভাগ্য কেবল মালদ্বীপকেই দুই হাতভরে দিয়েছে! এখন বাংলাদেশ অপেক্ষায় আছে ভুটানের বিপক্ষে ম্যাচে ভাগ্য কী উপহার দেয় তার! সাফ চ্যাম্পিয়নশিপে দুটি করে ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ ও ভুটান। দুই দলেরই বিদায় নিশ্চিত। আজকের লড়াই অনেকটা লজ্জা থেকে বাঁচারই লড়াই দু্ই দলের।  এদিকে গতকাল ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে। রানার্সআপ হয়ে শ্রীলঙ্কাও খেলবে শেষ চারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর