সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন সদস্যের তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে চরম ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। আগের দুই আসরের মতো এবারও গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছেন মামুনুলরা। পুরো দেশ এমন ব্যর্থতায় ক্ষুব্ধ। ফুটবলে ব্যর্থতার বৃত্তেই বন্দী আছে বাংলাদেশ। কখনো তদন্ত করে তা বের করা সম্ভব হয়নি। জবাবদিহিতা না থাকায় ফুটবল চলছে ফ্রি-স্টাইলে। বাফুফে জানে শুধু খেলোয়াড় নন, ফুটবলপ্রেমীরাও কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ। সঠিকভাবে তারা ফেডারেশন পরিচালনা করতে পারছে না। আজ ভুটানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। তার আগে গতকালই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজমল আহমেদ তপনকে আহ্বায়ক আর কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও ইলিয়াস হোসেন। তদন্ত কমিটি ব্যর্থতার কারণ খুঁজে বের করবে। গুঞ্জন উঠেছে ম্যানেজারের দায়িত্ব থেকে আমিরুল ইসলাম বাবুকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল নাকি বাফুফে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, না এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। দল দেশে ফিরলে কাকে রাখা হবে এ নিয়ে বৈঠকে বসবেন সভাপতি কাজী সালাউদ্দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর