সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল আজ আসছে

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ শুরু হবে ২৭ জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের ছয় ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, নারায়ণগঞ্জ খানসাহেব ওসমান আলী স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাপ ও প্লেট পর্বে ১৬ দল ম্যাচ খেলবে ৪৮টি। যুব বিশ্বকাপের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি। মূল আসর শুরুর বেশ আগেই দলগুলো পা রাখতে শুরু করবে বাংলাদেশে। খেলবে প্রস্তুতি ম্যাচ। দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বিসিবি। তারপরও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে শ্যন কেরলের নেতৃত্বে অস্ট্রেলিয়ান নিরাপত্তা দল আজ ঢাকায় আসছে। আজ ও কাল কেরল বাহিনী নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে। উল্লেখ্য, অক্টোবরে ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষণে এসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল এবং নেতৃত্বে ছিলেন শ্যন কেরল।

যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের অপরাপর দল ভারত, নিউজিল্যান্ড ও নেপাল। ২৮ জানুয়ারি প্রথম প্রতিপক্ষ ভারত, ভেন্যু মিরপুর। ৩০ জানুয়ারি নেপাল এবং ২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ম্যাচ, দুটি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম।

সর্বশেষ খবর