মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রস্তুতি এখন বঙ্গবন্ধু গোল্ডকাপের

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। শেষ পর্যন্ত দুঃস্বপ্নতেই শেষ হয় মামুনুলদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে টানা তিনবার সাফের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় বাংলাদেশ। অবশ্য কাল ভুটানের বিপক্ষে সান্ত্বনার জয় নিয়ে শেষ করে চ্যাম্পিয়নশিপ। তবে এ জয় কষ্টটাকে আরও দীর্ঘায়িত করেছে। সাফ চ্যাম্পিয়নশিপ শেষ। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জোরেশোরে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বঙ্গবন্ধু গোল্ডকাপের। আট দলের টুর্নামেন্ট শুরু ৮ জানুয়ারি এবং ফাইনাল ১৯ জানুয়ারি। বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসরে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের দুটিসহ মোট আটটি দল। স্থানীয় একটি হোটেলে উপস্থিত থেকে দলগুলোর গ্রুপিং চূড়ান্ত করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও খেলবে অনূর্ধ্ব-২৩ দল। বাকি ছয় দল— বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়া, নেপাল, বাহরাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাহরাইন। ১৯৯৬ সালে প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হয়েছিল। সেবার টুর্নামেন্টে খেলেছিল বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাব। চ্যাম্পিয়ন হয়েছিল ইন্দোনেশিয়ার পাদাং ক্লাব। পরের দুই বছর টুর্নামেন্টটি মাঠে গড়ায়নি। ১৯৯৯ সালে ফের মাঠে গড়ায় এবং চ্যাম্পিয়ন হয় ঘানা। এরপর প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। আসরগুলোর ধারাবাহিকতায় বাফুফে এবার চতুর্থবারের মতো আয়োজন করছে বঙ্গবন্ধু গোল্ডকাফপ।

সর্বশেষ খবর