শিরোনাম
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দীর্ঘ সময়ের জন্য থাকতে চান মারুফুল

ক্রীড়া প্রতিবেদক, কেরালা থেকে

অনেকটা মিশন ‘ইম্পসিব’লের মতোই সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের দায়িত্ব নিয়েছিলেন কোচ মারুফুল হক। তবে তখনো তার অনেক কিছুই জানা ছিল না। দলটাকে জানতেই এসে গিয়েছিল চূড়ান্ত পরীক্ষার সময়। পরীক্ষা শেষ হওয়ার পর নিজেকে একজন পরাজিত সৈনিকই মনে করছেন মারুফুল হক। তবে সুযোগ পেলে আরও একবার বিজয়ী হওয়ার চেষ্টা করবেন তিনি। গতকাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এমন ইঙ্গিতই দিয়ে গেলেন মারুফুল হক। সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্তই চুক্তি ছিল বাফুফের সঙ্গে। এবার কী করবেন মারুফুল! গুজব রটেছে বাফুফে নাকি তার উপরই ছেড়ে দিবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। সেক্ষেত্রে কী করবেন তিনি! ‘আমি এখনো বাফুফে থেকে কোনো প্রস্তাব পাইনি। টেকনিক্যালি গতকাল ম্যাচের পরই আমি আর জাতীয় দলের কোচ নই। নতুন সিদ্ধান্তের আগে বাফুফের সঙ্গে বিস্তারিত আলাপ প্রয়োজন।’ সামনেই বঙ্গবন্ধু কাপ। যদি এ টুর্নামেন্টের জন্যও বাফুফে প্রস্তাব দেয় কী করবেন মারুফুল! বার বার তিনি একটাই কথা বললেন, সবকিছু নির্ভর করছে আলোচনার উপর। তবে স্বল্প মেয়াদি কোনো কাজে হাত দিতে তিনি আগ্রহী নন। দীর্ঘ মেয়াদের জন্য হলে তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি আছেন বলে নীরব সম্মতিও দিলেন। উয়েফা এ লাইসেন্সধারী কোচের গুরুত্ব বুঝে বাফুফে কী তাকে দীর্ঘ মেয়াদি প্রস্তাব দিবে! মারুফুল হকের ভাষায় দীর্ঘ মেয়াদি অর্থ, কমপক্ষে দুই বছর। একজন কোচ হিসেবে মারুফুল হক এরই মধ্যে দলের আস্তা অর্জন করেছেন। মামুনুল যেমন বলছিলেন, আমাদের মারুফ ভাই (মারুফুল হক) গত কয়েকদিনে যা শিখিয়েছেন আমরা তা কখনোই শিখতে পারিনি। তাছাড়া মারুফুল এরই মধ্যে দলের দুর্বলতা আন্দাজ করেছেন। যে মেন্টাল ব্লক তার চোখে ধরা পড়েছে তা হয়তো সত্যিই! সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে বাফুফে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ ধরনের তদন্ত কমিটি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা কার্যকর তা সবাই জানে। বাফুফেই কেবল নয়, বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে ক্লাবগুলোকেও। মারুফুল হকের ভাষায়, ক্লাব লেভেলের মানসিকতাই আন্তর্জাতিক ফুটবলে বড় সমস্যা হয়ে দেখা দেয়। তিনি বলেন, ‘আমাদের গোল করার সামর্থ্য আছে, এ বিষয়টা সবাইকে বিশ্বাস করতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর