মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতা সমাপ্ত

খুলনায় অনুষ্ঠিত জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতার দৃশ্য —বাংলাদেশ প্রতিদিন

দুই দিনব্যাপী এবি ব্যাংক ব্যুত্থান প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি ও বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনসুর আহমেদ। পরে তারা বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ব্যুখান মার্শাল আর্টের এবারে জাতীয় প্রতিযোগিতায় ৩২টি জেলার ব্যুত্থানচারীরা অংশগ্রহণ করেন। পাঁচটি ওজন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে খালি হাতের ইভেন্টের পাশাপাশি ব্যুত্থান লাঠি খেলা ও ব্যুত্থান অস্ত্রের কসরত দেখানো হয়। প্রতিযোগিতায় ১৬৭ জন অংশগ্রহণ করেন। ডিসকভারি চ্যানেলে প্রচারিত সুপার হিউম্যান, বিশ্ব রেকর্ডধারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যান্ডমাস্টার ও বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. ইউবী বজ্রমুনি’র উদ্যোগে মূলত এ টুর্নামেন্ট। তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে আমরা ব্যুত্থানের জনপ্রিয়তা বাড়াতে চাই পাশাপাশি নতুন খেলোয়াড় সৃষ্টি করতে চাচ্ছি।

সর্বশেষ খবর