মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডাবল লিগ পদ্ধতিতে বিসিএল

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত থাকবেন মাশরাফি, মুশফিক, সাকিবরা। তাই বিসিএলের চতুর্থ আসরে খেলার সম্ভাবনা খুবই কম জাতীয় দলের ক্রিকেটারদের। তারকা ক্রিকেটাররা না থাকলেও আসরে ঔজ্জ্বল্য কমবে ঠিকই, কিন্তু এ নিয়ে মাথাব্যথা নেই বিসিবির। দেশের অপরাপর ক্রিকেটারকে নিয়ে লঙ্গার ভার্সানের বিসিএল এবার ১০ জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা নিয়েছে টুর্নামেন্ট কমিটি। আগের তিন আসর সিঙ্গেল লিগ পদ্ধতিতে হয়েছে। চার অঞ্চলের আসরটিকে এবার ডাবল লিগ পদ্ধতিতে করতে চাইছে বিসিবি, কাল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন। বিসিএল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বড় দৈর্ঘ্যের লিগ শুরুর পরিকল্পনা নিয়েছে বিসিবি। বিসিএলের খেলাগুলো হবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এম এ আজিজ স্টেডিয়ামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর