মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার অপেক্ষা বাড়ল

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার ৫৫১ রানের জবাবে ৮৩ রানেই ওয়েস্ট ইন্ডিজের ছয় ব্যাটসম্যান ড্রেসিংরুমে। স্বাগতিক দর্শকরা তখন বিজয় উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন ড্যারেন ব্রাভো ও কার্লোস ব্রাথওয়েট জুটি। সপ্তম উইকেটে তারা দুজনে মিলে তুললেন ৯০ রান। এ জুটিই অস্ট্রেলিয়ার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন। আউট হওয়ার আগে ব্রাভো খেলেন ৮১ রানের ধৈর্যশীল ইনিংস। আর অভিষিক্ত ব্যাটসম্যান কার্লোস ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে মহাগুরুত্বপূর্ণ ৫৯ রান। যদিও এখনো জয়ের পথেই রয়েছে অস্ট্রেলিয়া, তবে সহজ ম্যাচটা কঠিন হয়ে গেল! যেখানে ১০০ রান হওয়ারই কথা ছিল না, সেখানে কাল ২৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দুই অসি বোলার প্যাটিনসন ও লিয়ন নিয়েছেন চারটি করে উইকেট। তবে ফলোঅন এড়াতে পারেনি ক্যারিবীয়রা। কিন্তু চতুর্থ ইনিংসে উইকেটের কথা চিন্তা করে সফরকারীদের ফলোঅন করাননি অসি অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে তারা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৩ উইকেটে করেছেন ১৭৯ রান। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৫৯ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এখনো ইনিংস ঘোষণা করেননি স্মিথ। হাতে রয়েছে আরও দুই দিন।

সর্বশেষ খবর