রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সিলেটে

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সিলেটে

নভেম্বরে ওয়ানডের সঙ্গে টি-২০ সিরিজও খেলেছে জিম্বাবুয়ে। সে সময় টেস্ট সিরিজও খেলার কথা ছিল। কিন্তু হয়নি। টেস্ট সিরিজটি তাই বকেয়া পড়ে ছিল। সেটা এই জানুয়ারিতে খেলতে চাচ্ছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে দ্বিমত করেনি। কিন্তু টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাঁচটি টি-২০ খেলার প্রস্তাব দেয় বিসিবিকে। বিসিবি তাতে সম্মতি না দিয়ে একটি টেস্ট ও তিনটি টি-২০ খেলার পাল্টা প্রস্তাব দেয়। প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত শুধু টি-২০ সিরিজ খেলতে সম্মতি দিয়েছে বিসিবি এবং চার ম্যাচের সিরিজ বলেই ধারণা করা হচ্ছে। খেলাগুলো ঢাকা কিংবা চট্টগ্রামে হচ্ছে না। দুটি ভেন্যু ঠিক করা হয়েছিল খেলাগুলো আয়োজনের জন্য। শেষ পর্যন্ত খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামকে পেছনে ফেলেছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সিরিজ হবে সিলেটে। যদি খেলাগুলো শেষ পর্যন্ত সিলেটেই হয়, তাহলে প্রথমবারের মতো জাতীয় দলকে আতিথিয়েতা দিবে বারো আউলিয়ার শহরটি।

আগামী ফেব্রুয়ারিতে টি-২০ এশিয়া কাপ। পাঁচ জাতির টুর্নামেন্টটির স্বাগতিক এবারও বাংলাদেশ। আগের দুই আসরের স্বাগতিকও ছিল বাংলাদেশ। এশিযা কাপের পর টি-২০ বিশ্বকাপ। আয়োজক ভারত। চূড়ান্ত পর্বে খেলতে মাশরাফিদের বাছাইপর্ব খেলতে হবে। দুই দুটি বিগ ইভেন্টের প্রস্তুতি হিসেবে কাজ করবে জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়েও টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে। আফ্রিকান দেশটি এসব বিবেচনা করেই টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দেয় বিসিবিকে। টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহেও চাচ্ছেন এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নিতে। জিম্বাবুয়ে কবে আসছে অফিশিয়ালি এখনো জানায়নি বিসিবি। তবে ১১ জানুয়ারির আগে আসছে না এটা নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে জানিয়েছেন, ১১ জানুয়ারির আগে জিম্বাবুয়ের আসার কোনো সম্ভাবনা নেই। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী জিম্বাবুয়ে সফর নিয়ে বলেন, ‘জিম্বাবুয়ে যখনই নিশ্চয়তা দিবে, তখনই আমরা অফিশিয়ালি জানাব।’ সফরে কয়টা ম্যাচ খেলবে আফ্রিকান প্রতিনিধিরা, উত্তরে বিসিবি সিইও বলেন,‘ আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি। এখনো তারা সে বিষয়ে কিছু জানায়নি।’ বিসিবি সিইও পরিষ্কার করে কিছু না বললেও শোনা যাচ্ছে, চার ম্যাচের সিরিজ হচ্ছে এবং খেলাগুলো সবই হবে সিলেটে। বাংলাদেশ নিজ ক্রিকেট ইতিহাসে প্রথম টি-২০ ম্যাচ খেলে ২০০৬ সালের ২৮ নভেম্বর। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪৩ রানে। সব মিলিয়ে দুই দেশ ৫টি টি-২০ ম্যাচ খেলেছে এবং তাতে সাফল্যের পরিমাণ বাংলাদেশেরই বেশি। তিনটি জিতেছে। তবে সর্বশেষ মুখোমুখিতে হেসেছিল আফ্রিকান প্রতিনিধিরা। সিরিজ যাই হউক না কেন, এতে কোনো সন্দেহ নেই যে, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতিতে বেশ সহায়তা করবে।   

সর্বশেষ খবর